‘সেঞ্চুরির পর অন্তত পঞ্চাশ না করতে পারলে সেঞ্চুরির দাম নেই’ শান্তকে বিসিবি সভাপতি
ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সময় কেটেছে নাজমুল হোসেন শান্তর। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ধারাবাহিক ছিলেন তিনি। একটি সেঞ্চুরিসহ দুটি তিরিশোর্ধ্ব রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এরপরও অবশ্য শান্তর পারফরম্যান্সে বিশেষ সন্তুষ্ট নন নাজমুল হাসান পাপন!
সেঞ্চুরির পরের ম্যাচে অন্তত হাফ সেঞ্চুরি করতে না পারলে সেঞ্চুরির দাম নেই বলে মনে করেন বিসিবি সভাপতি। এটা শান্তকেও বলেছেন নাজমুল হাসান। আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরির পরপরই শান্তকে ফোন করে অভিনন্দন জানান বিসিবি সভাপতি। তখন প্রশংসা করলেও শান্তকে সাক্ষাতে পেয়ে পরের ম্যাচ নিয়ে নিজের মন খারাপের কথা জানান নাজমুল হাসান।
ক্রিকেটারদের অধিকার সংরক্ষণের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসিসোয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ছিল শনিবার। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল হাসান।
কোয়াবের বার্ষিক সাধারণ সভায় সাবেক, বর্তমান অনেক ক্রিকেটারই উপস্থিত ছিলেন। মঞ্চে অন্যান্য অতিথিদের সঙ্গে ছিলেন মেহেদী হাসান মিরাজ, নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শান্ত। এখানে শান্তর সঙ্গে দেখা হওয়ার পর ধারাবাহিক পারফরম্যান্স করা নিয়ে শান্তকে নিজের ভাবনার কথা জানান বিসিবি সভাপতি।
পরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'শান্ত আয়ারল্যান্ড সিরিজে ভালো খেলেছে। আমি ওকে ফোন করে সাথে সাথে জানিয়েছি শান্ত তুমি ভালো খেলেছো। আমি শে ম্যাচটা না দেখে চলে এসেছিলাম। আজ দেখা হওয়ার পর আবার ওকে বলেছি, একটা হান্ড্রেডের পরে অন্তত আরেকটা ফিফটি না হলে হান্ড্রেডের কোনো দাম নেই। তার মানে তাকে ধারাবাহিক পারফর্ম করতে হবে।'
আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ম্যাচে ৬৬ বলে ৭টি চারে ৪৪ রান করেন শান্ত। দ্বিতীয় ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেন তিনি। এই ফরম্যাটে প্রথমবারের মতো সেঞ্চুরির স্বাদ নেওয়ার ইনিংসে শান্ত ৯৩ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় খেলেন ১১৭ রানের ঝলমলে এক ইনিংস। তৃতীয় ও শেষ ওয়ানডেতেও শান্তকে সাবলীল দেখিয়েছে। যদিও ইনিংসটা বড় করা হয়নি তার। ৩২ বলে ৭টি চারে ৩৫ রান করে আউট হন টপ অর্ডার এই ব্যাটসম্যান।