স্বাস্থ্য বিধি না মানায় বঙ্গবাজার ও ধানমন্ডির দুটি আউটলেট বন্ধ করেছে পুলিশ
প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় রাজধানীর বঙ্গবাজার সুপার মার্কেট ও ধানমন্ডিতে দুইটি ফ্যাশন আউটলেট বন্ধ করে দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফিনিক্স রোডের বঙ্গবাজার মার্কেটটি বন্ধ করে দেয় পুলিশ।
শাহবাগ থানার ওসি আবুল হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, স্বাস্থ্যবিধি না মানায় বঙ্গবাজার মার্কেটটি বন্ধ করে দেয়া হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে মার্কেট খুলতে বলা হয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে একই কারণে ধানমন্ডিতে ফ্যাশন ব্রান্ড অরণ্য ও ভিআইভিই নামে দুইটি আউটলেট দোকান বন্ধ করে দেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-কমিশনার আবদুল্লাহিল কাফি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "যেসব শপিং মল কোন টানেল বা স্প্রে ফটক তৈরি করেনি সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা ও জীবাণুমুক্তকরণ ব্যবস্থা পর্যাপ্ত মনে হযনি।"
তিনি জানান, সরকারি নির্দেশনা অনুসারে দোকান কর্তৃপক্ষ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করলে দোকান খোলার অনুমতি দেওয়া হবে।