শেষ মুহূর্তে সংবাদ সম্মেলন স্থগিত করলো সেন্ট্রাল হাসপাতাল
প্রয়াত মাহবুবা রহমান আঁখি এবং তার নবজাতকের মৃত্যু নিয়ে আজ বুধবার (২১ জুন) সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের যে সংবাদ সম্মেলন করার কথা ছিল, সেটি শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।
আজ সকাল ১০টায় হাসপাতাল প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছিল কর্তৃপক্ষ; কিন্তু পরে জানানো হয় যে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এটি অনুষ্ঠিত হবে।
গণমাধ্যমকর্মীরা হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছানোর পর হাসপাতালের ব্যবস্থাপক মামুনুর রশিদ রাসেল এটি স্থগিতের কথা জানান।
তিনি জানান, তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়ায় আজকের সংবাদ বিজ্ঞপ্তি অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করা হলো।
ডা. সংযুক্তা সাহা ও নিহত আঁখির স্বজনদের অভিযোগ প্রসঙ্গে তদন্ত সাপেক্ষে জবাব দেওয়া হবে।
তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য ৭ দিন সময় দেওয়া হয়েছে।
এর আগে, সোমবার (১৯ জুন) সেন্ট্রাল হাসপাতালের পরিচালক ডা. এটিএম নজরুল ইসলাম এ ঘটনার জন্য প্রাথমিকভাবে ডা. সংযুক্তা সাহা এবং অপারেশন থিয়েটারে কর্তব্যরত ডাক্তারদের দায়ী করেন।
তিনি বলেন, "গাফিলতি ছিল প্রথমত ডা. সংযুক্তা সাহার, তারপর ওটির চিকিৎসকদের। কারণ সে সময় তারা সিনিয়র ডাক্তারদের ডাকেনি।"
কেন একজন চিকিৎসককে প্রতিদিন ১৫০-২০০ রোগী দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, একই সঙ্গে এত রোগী দেখা এবং মানসম্মত সেবা দেওয়া সম্ভব নয়।
তবে ডা. সংযুক্তা সাহা সেটা করতেন বলে জানান তিনি।
গত ৯ জুন রাত ১২টার দিকে প্রসব বেদনা উঠলে সেন্ট্রাল হাসপাতালে ডা. সংযুক্তা সাহার অধীন মাহবুবা রহমান আঁখিকে ভর্তি করা হয়। কিন্তু সে সময় ডা. সংযুক্তা সাহা হাসপাতালে উপস্থিত ছিলেন না। তবুও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিনি আছেন এবং অপারেশন থিয়েটারে কাজ করছেন। নরমাল ডেলিভারির চেষ্টার পরও তা না করানো গেলে, রাত সাড়ে তিনটার দিকে আঁখির সিজারিয়ান ডেলিভারি করা হয়। ডেলিভারির পর আইসিউতে মারা যায় নবজাতক। এ ঘটনার পর ১০ জুন আঁখিকে সেন্ট্রাল হাসপাতাল থেকে ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই ১৮ জুন মারা যায় আঁখি।
এ ঘটনায় ওই সময় ওটিতে থাকা চিকিৎসক ডা. শাহজাদী ও ডা. মুনার বিরুদ্ধে প্রতারণা ও ভুল চিকিৎসার অভিযোগে ১৪ জুন আঁখির পরিবার ধানমন্ডি থানায় একটি মামলা করে। পরে ধানমন্ডি থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
এছাড়া, স্বাস্থ্য অধিদপ্তর লিখিত অনুমতি না দেওয়া পর্যন্ত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. সংযুক্তা সাহার ওপর সেন্ট্রাল হাসপাতালে বিশেষজ্ঞ সেবা প্রদানে নিষেধাজ্ঞা দেয়।