ভোটকেন্দ্রে হিরো আলমের ওপর হামলার ঘটনায় ৪ জন আটক
বনানীর একটি ভোটকেন্দ্রের বাইরে হিরো আলমের ওপর হামলার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
গুলশান থানার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করা হবে, এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আলম বর্তমানে রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে হামলাকারীদের অনেকে আওয়ামী লীগের নৌকার ব্যাজ পরিধান করেছিলেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কে. এন. রায় নিয়তি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'হামলার কারণে কেন্দ্রের ভেতরে ভোটগ্রহণে কোনো সমস্যা সৃষ্টি হয়নি। পুলিশ ভিডিও ফুটেজ পর্যালোচনা করে হামলার ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে। জড়িত বাকিদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।'
সোমবার (১৭ জুলাই) বিকেল ৩টার দিকে বনানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ভোটকেন্দ্র পরিদর্শনে যান হিরো আলম।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, আলম ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন। তখন একদল লোক তার কাছে এসে বলে, এটি টিকটক কনটেন্ট তৈরির সময় বা জায়গা নয়।
তিনি পাল্টা জবাব দিলে তারা তাকে ধাওয়া করে এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করলে হিরো আলম গাড়িতে করে সরে যেতে সক্ষম হন।
ইউএনবি'র খবরে বলা হয়েছে, এর আগে আজ হিরো আলম অভিযোগ করেছেন, তার এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে এবং আওয়ামী লীগ কর্মী ও নেতারা বেশ কয়েকজন এজেন্টকে হয়রানি করেছে।