কিন গ্যাংয়ের বদলে চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ওয়াং ই’র নাম ঘোষণা
কিন গ্যাংকে চীনের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে। নতুন পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ওয়াং ই।
ওয়াং ছিলেন কিং গ্যাংয়ের পূর্বসূরি, পরে গত বছরের শেষে কিনকে পররাষ্ট্রমন্ত্রী করে দেশটি। সাম্প্রতিক সিদ্ধান্তের মধ্য দিয়ে আবারো আগের পদে ফিরলেন ওয়াং।
আজ মঙ্গলবার (২৫ জুলাই) তাকে নিয়োগের কথা নিশ্চিত করেছে চীনের শীর্ষ আইন পরিষদ। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম যা নিশ্চিত করেছে।
জনসম্মুখে না আসায়, গত এক মাস ধরেই কিন গ্যাংয়ের ভাগ্য নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। বিষয়টি তখন খোলাসা করেনি বেইজিং। আজকের ঘোষণার মধ্যে দিয়ে সব গুঞ্জনের অবসান হলো।