পরিবর্তন আসবে বিশ্বকাপের সূচিতে
বিশ্বকাপের সূচি প্রকাশে দেরি হওয়া নিয়ে কম আলোচনা হয়নি। অবশেষে অপেক্ষা ফুরিয়ে গত ২৭ জুন সূচি প্রকাশ করা হয়। এর ঠিক এক মাস পরে খবর এলো, ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের সূচিতে বেশ কিছু পরিবর্তন আনা হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ জানিয়েছেন, আইসিসির সাথে পরামর্শ করে কয়েক দিনের মধ্যে সংশোধিত সূচি চূড়ান্ত করা হবে।
বিশ্বকাপে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচ একদিন এগিয়ে আসতে পারে জানিয়ে বুধবার ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এর পরদিনই জয় শাহর বিবৃতি এলো বিশ্বকাপের সূচি পরিবর্তন করা নিয়ে। ভারত-পাকিস্তানের ম্যাচের সময়সূচিতে আনতে চাওয়া পরিবর্তন সংশোধিত সূচির অংশ কিনা, সেটা নিশ্চিত করেননি জয় শাহ।
লজিস্টিক সমস্যার কথা জানিয়ে বেশ কয়েকটি দেশের ক্রিকেট বোর্ড সূচিতে পরিবর্তন আনার লিখিতভাবে বিসিসিআইয়ের কাছে অনুরোধ করেছে বলে জানিয়েছেন জয় শাহ, তবে তিনি দেশগুলোন নাম প্রকাশ করেননি।
বৃহস্পতিবার দিল্লিতে বিসিসিআইয়ের বৈঠক শেষে জয় শাহ বলেন, 'সূচিতে কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি পূর্ণ সদস্য দেশ সময়সূচিতে দুই বা তিনটি তারিখ পরিবর্তন করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে। আমরা আইসিসির সাথে মিলে কাজ করছি এবং আমরা দুই-তিন দিনের মধ্যে এটা পরিষ্কার করতে পারব।'
আগের সূচি অনুযায়ী ১৫ অক্টোবর আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। কিন্তু বিসিসিআইয়ে চাওয়া ম্যাচটি ১৪ অক্টোবর আয়োজন করার। কারণ হিন্দু সম্প্রদায়ের উৎসব নবরাত্রির কারণে ১৫ অক্টোবর পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে স্থানীয় পুলিশ।
গুজরাটের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব নবরাত্রি। উৎসবটি চলে সপ্তাহব্যাপী। স্থানীয় জনগণ নবরাত্রির উৎসব নিয়ে মেতে থাকে। তাদের নিরাপত্তার ব্যাপার তো আছেই, এ সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজিত হলে সেটার জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করাটা কষ্টসাধ্য হবে বলে বিসিসিআইকে জানায় স্থানীয় পুলিশ। নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে শঙ্কা প্রশাশ করা হয়।
জয় শাহ অবশ্য এটাকে কারণ হিসেবে মানতে নারাজ, তিনি বলেন, 'যদি নিরাপত্তাই সমস্যা ছিল, তাহলে ম্যাচ কেন সেখানে (আহদাবাদে) দেওয়া হবে! ১৫-১৫ (অক্টোবর) সমস্যা নয়। দুই-তিনটি বোর্ড লিখেছে, লজিস্টিক চ্যালেঞ্জের ভিত্তিতে তারা পরিবর্তন চায়। কিছু ম্যাচ আছে, যেখানে মাত্র দুই দিনের বিরতি। এ ক্ষেত্রে খেলা এবং পরের দিন ভ্রমণ করা কঠিন হবে।'
বিসিসিআইয়ের সচিব জানিয়েছেন, সংশোধিত সময়সূচিতে ম্যাচের ভেন্যু একই থাকবে। তবে মাঝের বিরতির দিনগুলোর সামঞ্জস্য করা হবে। তার ভাষায়, 'যতদূর সম্ভব, আমরা ম্যাচের পাশাপাশি ভেন্যু পরিবর্তন না করার দিকে নজর দিচ্ছি। ভেন্যু পরিবর্তন না করা খুবই গুরুত্বপূর্ণ। যে দলগুলোর ম্যাচের মধ্যে ছয় দিনের ব্যবধান আছে, আমরা তা কমিয়ে চার-পাঁচ দিনের করার চেষ্টা করছি। আর যেগুলোর ব্যবধান মাত্র দুই দিনের, আমরা চেষ্টা করছি তিন দিন করার।'