বিশ্বকাপে বিশেষ কিছু করবে অভিজ্ঞ বাংলাদেশ, আশা মুশফিকের
২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, দুই বছরের মধ্যে মিলে যায় বিশ্বকাপে খেলার সুযোগ। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডে জায়গা হয় মুশফিকুর রহিমের, খেলেন ৯টি ম্যাচ। এরপর টানা তিনটি বিশ্বকাপ খেলেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার, প্রতিবারই ছিলেন দলের ভরসার জায়গা। নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে যাওয়া মুশফিক এবারও একই ভূমিকায়।
অভিজ্ঞতায় সমৃদ্ধ মুশফিক, বিশ্বকাপে বাংলাদেশের পথচলা আরেকটু দীর্ঘ; দল হিসেবে বাংলাদেশও এখন অভিজ্ঞ। এ ছাড়া ওয়ানডেতে সব সময়ই শক্তিশালী দল বাংলাদেশ। সব মিলিয়ে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বিশেষ কিছু করবে অভিজ্ঞ বাংলাদেশ, এমনই আশা মুশফিকের। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফির সঙ্গে ফটোসেশন শেষে এমন আশার কথা জানান তিনি।
ট্রফির বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে মুশফিক বলেন, 'অভিজ্ঞতা অবশ্যই বড় একটি বিষয়। তবে কাগজে-কলমে যতই ভালো হই না কেন, নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে, তারাই জিতবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় যে, আমি অনেক ভাগ্যবান যে শেষের ৪টি বিশ্বকাপ খেলেছি। এবারও যদি খেলার সুযোগ পেয়ে থাকি, তাহলে অবশ্যই চাইব গত ৪টা বিশ্বকাপ যেমন ফল পেয়েছি, তার চেয়ে যেন অনেক অনেক ভালো করতে পারি।'
'আমাদের সেই শক্তিমত্তা আছে, সেই বিশ্বাসটা আছে। তবে সব কিছু নির্ভর করছে নির্দিষ্ট দিনে আমরা কত ভালো শুরু করতে পারি। আমার মনে হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ যেন আমরা ভালোভাবে শুরু করি। ওয়ানডেতে আমরা যেহেতু অভিজ্ঞ দল এবং গত ৪-৫ বছর ধরে ধারাবাহিক খেলছি, তো অবশ্যই আশা তো করাই যায় যে, অনেক ভালো, স্পেশাল কোনো রেজাল্ট করব।' যোগ করেন মুশফিক।
প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবেন, বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে এমন ক্রিকেটার থাকবেন বেশ কয়েকজন। তাদের জন্য এই বিশ্বকাপটা অনেক বড় সুযোগ জানিয়ে মুশফিক বলেন, 'আমার মনে হয়, এটা অবশ্যই অনেক বড় একটা সুযোগ তাদের জন্য। কারণ তারা গত যে কয়টা বছর খেলেছে, এ রকম বড় কোনো ইভেন্টে খেলেনি।'
'তবে তারা যেভাবে গত ২-৩ বছর পারফরম্যান্স করেছে, আমার মনে হয় এই একটা মঞ্চ, যেখানে তারা আরও ভালো পারফরম্যান্স করতে পারে। তারা যদি এই পারফরম্যান্স ধরে রাখতে পারে, আর অভিজ্ঞ ব্যাটসম্যান যারা আছে এবং যারা গত ২-৩ বছর ধারাবাহিকতা ধরে রেখেছে, তাদের পারফরম্যান্সে এবার আমাদের রেজাল্ট অনেক ভালো হবে।' বলেন মুশফিক।
আগের চারটি বিশ্বকাপে ২৯ ম্যাচে ২৮টি ইনিংসে ব্যাটিং করেছেন মুশফিক। ডানহাতি উইকেটরক্ষক এই ব্যাটসম্যান একটি সেঞ্চুরি ও ৬টি হাফ সেঞ্চুরিসহ ৩৮.১৩ গড়ে রান করেছেন ৮৭৭, যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। ওয়ানডেতে সম্প্রতি রানের ফোয়ারা বয়েছে মুশফিকের ব্যাটে। শেষ ১০ ম্যাচের ৮টিতে ব্যাটিং করে একটি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরিতে ৪২৬ রান করেছেন তিনি। নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে এমনই পারফরম্যান্স করতে চাইবেন মুশফিক, তা বলাই বাহুল্য।