প্রিগোজিনের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না পুতিন: ক্রেমলিন
ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের শেষকৃত্যে পুতিনের যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে মঙ্গলবার (২৯ আগস্ট) জানিয়েছে ক্রেমলিন।
গত সপ্তাহে বিমান দুর্ঘটনায় নিহত হন প্রিগোজিন। একটি ব্যক্তিগত বিমানে চড়ে মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাচ্ছিলেন প্রিগোজিন। ২৩ আগস্ট মস্কোর উত্তরে বিমানটি বিধ্বস্ত হলে ভেতরে থাকা ১০ জনের সবাই মারা যান।
বিমানটি বিধ্বস্ত হওয়ার কোনো কারণ এখনো স্পষ্ট নয়। তবে দুর্ঘটনাস্থলের আশপাশের গ্রামবাসীরা জানিয়েছেন, তারা একটি বড় আওয়াজ শোনেন এবং পরপরই বিমানটি ভূপাতিত হয়।
পুতিন প্রিগোজিনের শেষকৃত্যে যোগ দেবেন কি না এমন প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, 'পুতিনের উপস্থিতির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।'
পেসকভ জানান, শেষকৃত্যের নির্ঘণ্ট নিয়ে ক্রেমলিনের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। আর এটির আয়োজন পুরোটাই পরিবারের বিষয়।
দুর্ঘটনার পরদিন পুতিন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিলেন। প্রিগোজিন সম্পর্কে তিনি বলেছিলেন, প্রিগোজিনকে তিনি অনেক বছর ধরে চিনতেন — সেই নব্বইয়ের দশকের গোড়ার দিকের উত্তাল বছরগুলো থেকে।
পুতিনের শীর্ষ সামরিক কমান্ডারদের বিরুদ্ধে প্রিগোজিন ও তার ভাড়াটে সেনাদল ওয়াগনার বিদ্রোহ করার দুই মাস পর এ দুর্ঘটনা ঘটল।
রোববার জেনেটিক পরীক্ষায় নিশ্চিত হওয়া গিয়েছে, নিহত ১০ জনের মধ্যে একজন ছিলেন প্রিগোজিন।
বিধ্বস্ত বিমানে আরও ছিলেন ওয়াগনারের সহপ্রতিষ্ঠাতা ও শীর্ষ সামরিক কমান্ডার দিমিত্রি উটকিন এবং বাহিনীটির লজিটিকস বিভাগের প্রধান ভ্যালেরি চেকালভ।