আগস্টে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড
ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানে অতীতের সব রেকর্ড ভেঙেছে চলতি আগস্ট মাসে। এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে, যা এর আগের মাস জুলাইয়ের চেয়ে দেড়গুণ বেশি।
এ মাসে মৃত্যুর সংখ্যাও উদ্বেগজনক। আগস্টের ৩১ দিনে ডেঙ্গুতে মারা গেছে ৩৪২ জন।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৩ হাজার ৮০৮ জন। এর মধ্যে মারা গেছে ৫৯৩ জন।
এর আগে ডেঙ্গুতে সবচেয়ে বেশি রোগীর মৃত্যু হয়েছিল ২০২২ সালে। গত বছর ৬১ হাজার রোগীর মধ্যে মারা যায় ২৮১ জন।
এর আগে ২০১৯ সালে দেশে ডেঙ্গুর সবচেয়ে বড় প্রাদুর্ভাবের সময় আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জন, মারা যায় ১৭৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের চিফ এন্টোমোলজিস্ট খলিলু রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'এ বছর শীত আসার পর ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হবে বলে মনে হচ্ছে। তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার পর রোগী কমবে।'
তিনি বলেন, 'এবার ঢাকার বাইরেও এডিস মশার বিস্তার ঘটেছে, সে কারণে ঢাকার বাইরে রোগী বাড়ছে। ডেঙ্গু মোকাবেলায় জনসম্পৃক্ততা জরুরি। সিটি করপোরেশনের কাউন্সিলরদের পড়ায় পাড়ায় গিয়ে জনগণকে বোঝাতে হবে। বাসাবাড়ির মশার লার্ভা মারতে হবে। গ্রামেও মশা মারতে উদ্যোগ নিতে হবে।'
এদিকে বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১৭ জন ডেঙ্গু রোগী মারা গেছে এবং ২৩০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
ঢাকা শহরে নতুন আক্রান্ত হয়েছে ৮৭৫ জন ও দেশের বিভিন্ন স্থানে নতুন আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৩ জন।
এ বছর চিকিৎসা শেষে ১ লাখ ১৪ হাজার ৮৩৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ৩ হাজার ৮১৭ জন ঢাকায় এবং ৪ হাজার ৫৬১ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।