ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার লঙ্কান ক্রিকেটার
ম্যাচ পাতানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার সাচিত্রা সেনানায়েকেকে। বুধবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার করার তিন সপ্তাহ আগেই অবশ্য সেনানায়েকেকে বিদেশ ভ্রমণ করার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।
সেনানায়েকের বিরুদ্ধে অভিযোগ, ২০২০ সালের এলপিএলে ম্যাচ পাতানোর চেষ্টা করেছেন তিনি। দুজন খেলোয়াড়কে এজন্য প্ররোচিত করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
৩৮ বছর বয়সী এই স্পিনার শ্রীলঙ্কার হয়ে ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে একটি টেস্ট, ৪৯ টি ওয়ানডে এবং ২৪টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০১৩ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আটটি ম্যাচ খেলেন সেনানায়েকে।
শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রনালয়ের অধীনে একটি বিশেষ তদন্ত কমিটির মাধ্যমে এই অভিযোগের ভিত্তি পাওয়া গেছে। যার কারণে সেই কমিটি সেনানায়েকের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনে।