রিজার্ভ ডেতে গড়াল ভারত-পাকিস্তান ম্যাচ
রিজার্ভ ডেতেই গড়াল ভারত-পাকিস্তান ম্যাচ। এশিয়া কাপের সুপার ফোরের এই ম্যাচটির জন্যই রাখা হয়েছে রিজার্ভ ডে।
বৃষ্টির সম্ভাবনা থাকায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটির জন্য রাখা হয়েছ রিজার্ভ ডে। শেষ পর্যন্ত সেটি কাজে লাগছে।
যদিও আজ শ্রীলঙ্কার কলম্বোতে ম্যাচ শুরুর সময় আবহাওয়া ভালো ছিলো। ভারতের ইনিংসের ২৪ ওভার পূর্ণ হয়ে যাওয়ার পর নামে বৃষ্টি। যার কারণে আর ম্যাচ শুরু করা যায়নি।
রিজার্ভ ডে থাকার কারণে কোনো ওভার কাটা যাবে না। ভারতের ইনিংসের ২৫ তম ওভার থেকেই শুরু হবে খেলা। ব্যাট করতে নামবেন দুই অপরাজিত ব্যাটসম্যান, লোকেশ রাহুল এবং বিরাট কোহলি।
এর আগে টসে জিতে বোলিং নেয় পাকিস্তান। দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল অর্ধশতক তুলে আউট হয়ে সাজঘরে ফেরেন। ভারতের সংগ্রহ ২৪.১ ওভারে দুই উইকেট হারিয়ে ১৪৭ রান।