এএফসি কাপে হার দিয়ে শুরু বসুন্ধরার
এএফসি কাপে গত দুই আসরে মাজিয়ার বিপক্ষে সহজেই জয় পেয়েছিল বসুন্ধরা। মালদ্বীপের ক্লাবদের বিপক্ষেও ছিল অপরাজেয় থাকার রেকর্ড।
এবারের এএফসি কাপে প্রথম ম্যাচেই সেই মাজিয়াকে পেয়ে বড় জয়েরই হয়তো স্বপ্ন দেখেছিল বসুন্ধরা কিংস। কিন্তু বাংলাদেশের চ্যাম্পিয়নদের মাটিতে নামিয়ে এনেছে মালদ্বীপের চ্যাম্পিয়নরা।
পুরো ম্যাচে শাসন করেও ৩-১ গোলে হেরেছে বসুন্ধরা কিংস। মাজিয়া থামিয়ে দিয়েছে মালদ্বীপের ক্লাবদের বিপক্ষে বসুন্ধরার অজেয় থাকার দৌড়।
ম্যাচের ১৫ মিনিটে অসাধারণ এক গোলে মাজিয়াকে এগিয়ে নেন সার্বিয়ান ভয়িস্লাভ বালবানোভিচ। ৬৮ মিনিটে বক্সের বাইরে থেকে মাজিয়ার নাজিম করলেন ভলি। সেই ভলি বসুন্ধরা গোলরক্ষক জিকোকে ফাঁকি দিয়ে জড়িয়ে যায় জালে।
অতিরিক্ত সময়ে বসুন্ধরা গোলরক্ষক জিকোকে এগিয়ে আসতে দেখে বুদ্ধিদীপ্ত শটে বসুন্ধরার হতাশা আরও বাড়ালেন আলী ফাসির। এর পরের মিনিটে মো. ইব্রাহিম বসুন্ধরার হয়ে এক গোল শোধ দিলেও সেই গোল হয়ে রইল শুধুই সান্ত্বনার।