অক্ষত ফিতাসহ শিশুর ২ হাজার বছর পুরনো জুতার খোঁজ পেল প্রত্নতত্ত্ববিদরা!
অস্ট্রিয়ায় অক্ষত ফিতাসহ প্রায় দুই হাজার বছরেরও বেশি পুরনো একটি জুতার খোঁজ পেয়েছে প্রত্নতত্ত্ববিদরা। তারা ধারণা করছেন, সাইজ বিবেচনায় জুতাটি কোনো এক শিশুর ছিল।
জার্মান মাইনিং মিউজিয়ামের তথ্যমতে, জুতাটি সম্ভবত খ্রিস্টপূর্ব ২য় শতাব্দীতে তৈরি করা হয়েছিল। সম্প্রতি অস্ট্রিয়ায় পশ্চিমাঞ্চল ডুরনবার্গে খনন করতে যেয়ে জুতাটি পাওয়া যায়।
প্রেস রিলিজে বলা হয়, ডুরনবার্গে লৌহ যুগের প্রথম দিক থেকেই রক সল্ট খননের কাজ চালু হয়েছিল। এই সল্টগুলো জৈব বস্তু সংরক্ষণের জন্য বেশ উপযোগী। যার ফলে হাজার হাজার বছর পরেও জুতাটি বেশ ভালো অবস্থায় রয়েছে।
জার্মান মাইনিং মিউজিয়ামের রিসার্চ ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর টমাস স্টোলেনার বলেন, "ডুরনবার্গে কয়েক দশক ধরে চলমান গবেষণা কার্যক্রমে মূল্যবান সব তথ্য বের হয়ে এসেছে। এতে বৈজ্ঞানিকভাবে তৎকালীন সময়ের খনির কার্যক্রম সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে। এখান থেকে আমরা যে জুতাটি পেয়েছি, সেটার অবস্থা বেশ ভালো।"
মিউজিয়ামটি মূলত লৌহ যুগের খনি শ্রমিকদের কাজ এবং জীবন সম্পর্কে তথ্য পাওয়ার জন্য ডুরনবার্গে এ বিশাল কর্মযজ্ঞ চালাচ্ছে। সেখানে ঐতিহাসিক জুতাটি ছাড়াও কাঠের বেলচা, ব্লেডের টুকরোসহ আরও বহু জিনিস পাওয়া গিয়েছে।
জাদুঘর কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, উদ্ধারকৃত জুতার ফিতাটি সম্ভবত ফ্লাক্স বা লিনেন দিয়ে তৈরি। এক্ষেত্রে খনির ভেতর শিশুর জুতা খুঁজে পাওয়ার ঘটনাটি বেশ কৌতূহলোদ্দীপক। কেননা এতে আন্দাজ করা যায় যে, এই খনিতে শিশুরাও হয়তো কাজ করতো।
স্টোয়েলনার আরও বলেন, "জৈব পদার্থগুলো সাধারণত সময়ের সাথে সাথে পচে যায়। সেক্ষেত্রে ডুরনবার্গে পাওয়া শিশুর জুতা, কাপড়ের অবশিষ্টাংশ কিংবা মলমূত্রও লৌহ যুগের খনি শ্রমিকদের জীবন সম্পর্কে বিশেষ ধারণা প্রদান করে।"