বাংলাদেশের ভোটাররা যুক্তরাষ্ট্রে যেতে চায় না: আল জাজিরাকে মোমেন
শনিবার (২৩ সেপ্টেম্বর) আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশি ভোটাররা মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন নন। কারণ তারা সম্ভবত যুক্তরাষ্ট্রে যাওয়ার কথাই ভাবছেন না।
তিনি আরও বলেন, 'বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য দায়ী বা এর সঙ্গে জড়িত' দেশের আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সদস্যদের ওপর দেওয়া মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে সরকার চিন্তিত নয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'যুক্তরাষ্ট্রও গণতান্ত্রিক দেশ, আমরাও।'
সরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সম্পূর্ণ সক্ষম বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের পুনরাবৃত্তি করে মোমেন বলেন , 'তারা [যুক্তরাষ্ট্র] যেহেতু বৈশ্বিক শক্তি, সেই হিসেবে অন্যদের ওপর নিজের ক্ষমতা তারা প্রয়োগ করতেই পারে। তবে বিষয়টি নিয়ে আমরা চিন্তিত নই, কারণ আমরা জানি কীভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হয়।'
মোমেন আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরাও ভিসা নিষেধাজ্ঞা নিয়ে চিন্তিত নন, কারণ তাদের অধিকাংশই এই সমৃদ্ধ দেশে [বাংলাদেশ] থাকতে চান।
এর আগে শুক্রবার (২২ সেপ্টেম্বর), বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানায় যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিদের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল এবং রাজনৈতিক বিরোধী দলের সদস্যরা রয়েছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক প্রেস বিবৃতিতে বলা হয়, এই ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী বা জড়িত বলে প্রমাণিত হলে অন্যদের ওপরেও ভবিষ্যতে এই নীতির আওতায় ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।
যুক্তরাষ্ট্র বলেছে, কতজন ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সেই সংখ্যা তারা প্রকাশ করবে না।
মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার শুক্রবার বলেন, 'মার্কিন আইনের আওতায় ভিসার রেকর্ড গোপনীয়।'