'আফগানিস্তান সিরিজ হারের দায় একমাত্র এবং পুরোপুরি তামিমের'- বলছেন সাকিব
আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে এ বছরের জুলাইয়ে ওয়ানডে সিরিজ হারে বাংলাদেশ। সেই সিরিজ হারের দায় সরাসরি তখনকার অধিনায়ক তামিম ইকবালকে দিয়েছেন সাকিব আল হাসান।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলার পর হুট করে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। তার এই আচমকা অবসরের সিদ্ধান্তে দলের সবকিছু এলেমেলো হয়ে যায় বলে দাবি করেছেন সাকিব।
শুধু তাই নয়, তামিমের সেই ঘটনার রেশ কাটিয়ে উঠতে দলের এখনও সময় লাগছে বলে মনে করেন সাকিব, 'আফগানিস্তানের সঙ্গে সিরিজ হারটা আমি পুরোপুরি একজনের দায় বলব—অধিনায়ক। এক ম্যাচ পরে আমাদের হাতে আরও দুই ম্যাচ ছিল। আমরা তৃতীয় ম্যাচে ঠিকই ফিরে এসেছি, কিন্তু একটা ম্যাচ সময় লেগেছে আমাদের। সুতরাং এটা আর কারও দায় না, পুরো সিরিজটার ব্লেম একজনের ওপর।'
বাংলাদেশ পরের দুটি ম্যাচ খেলেছিল লিটন দাসের অধিনায়কত্বে। সিরিজের মাঝপথে তামিমের অবসরে যাওয়া নিয়ে সাকিব জানান, এর আগে কখনও এমন কিছু দেখেননি তিনি, 'বিশ্বের কোথাও অন্তত দেখিনি যে এক ম্যাচ পরেই এ রকম অধিনায়ক এসে আবেগি হয়ে বলে ফেলে যে, "আমি ভাই খেলব না আর ক্রিকেট"। এটা আমি আমার জীবনে প্রথমবার দেখলাম।'
এখানেই থামেননি সাকিব। তিনি প্রশ্ন তুলেছেন তামিমের দায়িত্ববোধ নিয়েও, 'আমি এর আগে দেখিনি কখনো। আমার ধারণা, কোনো অধিনায়কের যদি দায়িত্ববোধ থাকত, সে এটা করতে পারত না। আমার কাছে মনে হয়েছে এটা দলকে অনেক বাজে একটা পরিস্থিতিতে ফেলে দিয়েছে এবং আমার মনে হয় ওইটাই এখনো কাটিয়ে উঠতে সময় লাগছে। যেটা আমার কাছে মনে হয়।'