রণবীর সিং-তামান্না ভাটিয়া থেকে শ্রেয়া ঘোশাল-অরিজিৎ সিং, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন যারা
৫ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের মহাযজ্ঞ। তবে খেলা মাঠে গড়ানোর আগেই জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান হবে ৪ অক্টোবর।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বসবে তারার মেলা। নাচে-গানে দর্শকদের মাতাবেন বিশ্ববরেণ্য শিল্পীরা।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনায় থাকবেন বেশ কয়েকজন বলিউড অভিনেতা–অভিনেত্রী ও গায়ক–গায়িকা। এর মধ্যে গান পরিবেশনে থাকবেন কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে, গায়ক ও সংগীত পরিচালক শঙ্কর মাধবন,, কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল ও অরিজিত সিং। নাচবেন রণবীর সিং ও তামান্না ভাটিয়া। রণবীর বিশ্বকাপের অফিশিয়াল থিম সংয়েও অংশ নিয়েছিলেন।
নাচ–গানের পাশাপাশি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তুলে ধরা হবে ভারতের ইতিহাস–ঐতিহ্য ও ক্রিকেট উন্মাদনা। উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন ১০ দলের অধিনায়ক।
এ ছাড়া আয়োজক বিসিসিআই ও আইসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা তো থাকবেনই।