২০১৯ বিশ্বকাপের পর সবচেয়ে বেশি রান ও উইকেট যাদের
চলে এসেছে আরেকটি বিশ্বকাপ। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সামনে শিরোপা ধরে রাখার বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
২০১৯ বিশ্বকাপের পর থেকে ২০২৩ বিশ্বকাপের আগ পর্যন্ত যত স্বীকৃত আন্তর্জাতিক ওয়ানডে খেলা হয়েছে, যতজন খেলেছেন তাদের মধ্যে সর্বাধিক রান সংগ্রহকারী এবং সর্বোচ্চ উইকেট শিকারী কারা?
ব্যাটসম্যান এবং বোলারদের তালিকার শীর্ষে আছেন যে দুজন, সেই শাই হোপ এবং সন্দীপ লামিচানের কেউই এবারের বিশ্বকাপে নেই। ওয়েস্ট ইন্ডিজ এবং নেপালের জায়গা হয়নি ভারত বিশ্বকাপে।
২০১৯ বিশ্বকাপের পর থেকে ২০২৩ বিশ্বকাপের আগ পর্যন্ত ২০১৯ বিশ্বকাপের পর ওয়ানডেতে সবচেয়ে বেশি ৫৫ ইনিংস ব্যাট করেছেন ওয়েস্ট ইন্ডিজের হোপ। ৯ সেঞ্চুরি ও ১১ ফিফটিতে ৫২.৫৮ গড়ে ২৪১৯ রান করেছেন তিনি।
বিশ্বকাপে খেলছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ২১৯৬ রান বাবরের। ৩৫ ইনিংস ব্যাট করে ৬৬.৫৪ গড়ে এই রান করেছেন পাকিস্তান অধিনায়ক। গত চার বছরে হোপের সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি ৯টি সেঞ্চুরির মালিকও বাবরই।
বোলারদের মধ্যে ২০১৯ বিশ্বকাপের পর সবচেয়ে বেশি ৪৪ ম্যাচে ৯৭ উইকেট নিয়েছেন নেপালের লামিচানে। বিশ্বকাপে থাকা বোলারদের মধ্যে সেরা অ্যাডাম জাম্পা, অস্ট্রেলিয়ান লেগ স্পিনার গত চার বছরে ৩৭ ওয়ানডেতে নিয়েছেন ৭৭ উইকেট।