ছোট ইনিংসে বড় রেকর্ড ওয়ার্নারের
বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে বেশিরভাগ রেকর্ড সাকিব আল হাসানের দখলে। ভারতের সাবেক ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারের সীমানা আরও বড়। বিশ্বকাপ এবং ওয়ানডের ক্রিকেটে ব্যাটিংয়ের বেশিরভাগ রেকর্ড লিটল মাস্টারের দখলে। বিশ্বকাপে তার সঙ্গে একটি রেকর্ডে নাম আছে দক্ষিণ আফ্রিকার এবিডি ভিলিয়ার্সের, যে রেকর্ডে যৌথভাবে দুজনই সেরা।
তবে সেরার জায়গাটি আর তাদের দখলে নেই। চলমান বিশ্বকাপে রোববার ভারতের বিপক্ষে ৫২ বলে ৬টি চারে ৪১ রানের ইনিংস খেলে রেকর্ডটি নিজের করে নিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। বিশ্বকাপে দ্রুততম ১ হাজার রানের রেকর্ডটি এখন বাঁহাতি এই ব্যাটসম্যানের। এতোদিন রেকর্ডটি ছিল শচিন ও ভিলিয়ার্সের দখলে।
বিশ্বকাপে সর্বোচ্চ রান (২ হাজার ২৭৮) ও সেঞ্চুরির (৬টি) মালিক শচিন ২০ ইনিংসে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। সমান ২০ ইনিংসে হাজার রান পূর্ণ করেন ভিলিয়ার্সও। এই দুই কিংবদন্তিকে পেছনে ফেলে রেকর্ডটি নিজের করে নেওয়ার পথে ১৯ ইনিংসে ১ হাজার রান করলেন ওয়ার্নার।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া। শুরুতে ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের বিপক্ষে ধুঁকতে হলেও সময়ের সাথে সাথে উইকেটে মানিয়ে নেন ওয়ার্নার। ইনিংসের সপ্তম ওভারে গিয়ে হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি।
হার্দিক পান্ডিয়ার বলে চোখ ধাঁধানো এক চারে বিশ্বকাপ রেকর্ডে নাম তোলেন অজি এই ওপেনার। এই ম্যাচের আগে তার রান ছিল ৯৯২। বিশ্বকাপে ১৯ ম্যাচে ৪টি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরিসহ ৬০.৭৬ গড়ে ১ হাজার ৩৩ রান করেছেন ওয়ার্নার।
বিশ্বকাপে দ্রুততম এক হাজার রান করা ব্যাটসম্যানদের তালিকায় তৃতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ভিভ রিচার্ডস ও ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ২১ ইনিংসে হাজার রান ছুঁয়েছিলেন তারা। ২২ ইনিংসে বিশ্বকাপের এক হাজারি ক্লাবে নাম লেখান অস্ট্রেলিয়ার মার্ক ওয়াহ ও দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস।