ডেঙ্গু পরীক্ষার ৪ লাখ ৩৫ হাজার কিট বাজারে
ডেঙ্গু পরীক্ষার কিট সংকট মোকাবেলায় প্রয়োজনীয় কিট আমদানি করা হচ্ছে। এই মুহূর্তে বাজারে আছে ৪ লাখ ৩৫ হাজার কিট।
শনিবার (৩ আগস্ট) পর্যন্ত ৩ লাখ ৬৮ হাজার কিট আমদানি করা হয়েছে। প্রতিদিন ৬৮ হাজার করে কিট আমদানি করা হবে। ১ কোটি ৬১ লাখ কিট আমদানির জন্য এনওসি (বিভাগীয় অনাপত্তি সনদ) দিয়েছে সরকার।
আজ রবিবার (৪ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক রুহুল আমিন।
প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক সানিয়া তাহমিনা বলেন, “হাসপাতালগুলো সরকারের বরাদ্দকৃত অর্থ দিয়ে কিট কিনবে। সরকারি হাসপাতালে রোগীদের ফ্রি ডেঙ্গু পরীক্ষা করা হবে। আর বেসরকারি হাসপাতালগুলো সরকার নির্ধারিত দামে ডেঙ্গু পরীক্ষা করবে।”