চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ভারত
মঞ্চ যেটাই হোক, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ধুন্ধমার লড়াই। এই ম্যাচ নিয়ে আগ্রহের শেষ নেই ক্রিকেটমোদীদের। যদিও ওয়ানডে বিশ্বকাপে লড়াইটা হয়ে যায় একপেশে, যেখানে প্রতিবারই বিজয় নিশান উড়িয়ে এসেছে ভারত। ভাগ্য বদলের লক্ষ্য নিয়ে আজ আরও একবার ভারতের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান।
ভারত-পাকিস্তান দুই দলই তাদের প্রথম দুই ম্যাচে জিতেছে। নিজেদের তৃতীয় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ক্রিকেটের এই দুই পরাশক্তি। ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে ভারতের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। ম্যাচটি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে।
ভারতের একাদশে একটি পরিবর্তন এসেছে। সুস্থ হয়ে একাদশে ফিরেছেন ডানহাতি ওপেনার শুভমান গিল। তাকে জায়গা দিতে ইশান কিষানকে বাদ দিয়েছে আয়োজক দেশটি। পাকিস্তান অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।
১৯৯২ বিশ্বকাপে প্রথম সাক্ষাত হয় ভারত-পাকিস্তানের। এরপর থেকে ওয়ানডে ফরম্যাটের এই বিশ্বকাপে সাতবার দেখা হয়েছে দুই দলের। সাত ম্যাচেই জিতেছে ভারত, ছয়বার আগে ব্যাটিং করে জিতেছে তারা। অষ্টম সাক্ষাতে পাকিস্তান প্রথমবারের মতো জয়ের স্বাদ নিতে পারে কিনা, সেটাই দেখার অপেক্ষা।
যদিও ওয়ানডেতে ভারতকে ছেড়ে কথা বলে না তারা, বরং পাকিস্তানেরই দাপট বেশি। ১৯৭৮ সাল থেকে পরবর্তী ৪৫ বছরে ১৩টি ওয়ানডে খেলেছে ভারত-পাকিস্তান। এর মধ্যে পাকিস্তান জিতেছে ৭৩টি ম্যাচে, অনেক পিছিয়ে থাকা ভারতের জয় ৫৬ ম্যাচে, পাঁচটি ম্যাচের ফল আসেনি। কিন্তু বিশ্বকাপ এলেই পাল্টে যায় সব হিসাব, দাপট দেখায় কেবল ভারতই।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, শাহিন আফ্রিদি ও হারিস রউফ।