ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে নিম্নচাপ ‘হামুন’: মার্কিন নৌবাহিনী
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বরাত দিয়ে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ 'হামুন' পূর্নাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
সোমবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার এই ঘোষণা দেয়। ঝড়ের সাংকেতিক নম্বর '৬ বি' দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড় হামুনের নাম ইরানের নেওয়া। হামুনের কেন্দ্র আজ ২৩শে অক্টোবর দুপুর ১২টার সময় অবস্থান করছিলো ১৭ দশমিক ৫ উত্তর অক্ষাংশ ও ৮৭ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশের উপরে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬৫ কিলোমিটার; দমকা হাওয়াসহ যা ঘন্টায় প্রায় ৮৩ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। ঘূর্ণিঝড়টি গত ৬ ঘন্টায় ঘন্টায় প্রায় ১৩ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের চার পাশে সর্বোচ্চ ১৫ ফুট উচ্চতার ঢেউ পরিমাপ করা হয়েছে। কেন্দ্রস্থলে বায়ুচাপ ১,০০৩ মিলিবার পরিমাপ করা হয়েছে। দুপুর ১২টার সময় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ৭৩০ কিলোমিটার দূরে অবস্থান করেছিল।
ঘূর্ণিঝড় হামুনের কেন্দ্র বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে স্থলভাগের উপরে প্রবেশ করার সম্ভাবনা আছে বলে জানিয়েছে জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার। আগামী ২৫ শে অক্টোবর দুপুর ১২ টার পর থেকে মধ্য রাত্রীর মধ্যে এমনটা হওয়ার অনুমান করা হয়েছে।