রোনালদো মনে করেন, ব্যালন ডি'অর মেসিরই প্রাপ্য
২০২৩ সালের ব্যালন ডি'অর জিতবেন কে তা মোটামুটি নিশ্চিত। কেবল অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণা আসার। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর মতে, লিওনেল মেসি তার ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি'অর জিতে গেছেন। বিভিন্ন সূত্র থেকে এই খবর পেয়েছেন রোমানো।
সাবেক ব্রাজিলিয়ান ফুটবল তারকা রোনালদোও মনে করেন, আর্লিং হলান্ড ট্রেবল জিতলেও ব্যালন ডি'অর এবার মেসিরই প্রাপ্য। কারণ মেসি যে জিতেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোপাটি, বিশ্বকাপ!
মেসির ২০২২ বিশ্বকাপের পারফরম্যান্সকে বিশেষ কিছুই মনে করেন রোনালদো, 'কোনো সন্দেহ ছাড়াই ব্যালন ডি'অর মেসির জেতা উচিত। বিশ্বকাপে মেসি যা করে দেখিয়েছে তা বিশেষ কিছু। তার পারফরম্যান্স আমাকে পেলে ও ম্যারাডোনার কথা মনে করিয়ে দিয়েছে।'
মেসির সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী আর্লিং হলান্ড সর্বশেষ মৌসুমে জিতেছেন ট্রেবল। ক্লাব ম্যানচেস্টার সিটিকে প্রথমবারের মতো জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। নিজে করেছেন ৫৩ ম্যাচে ৫২ গোল।
অন্যদিকে মেসি ব্যক্তিগতভাবে ৪১ ম্যাচ খেলে ২১ গোল ও ২০ অ্যাসিস্ট করেছেন। ক্লাব পিএসজির হয়ে জিতেছেন লিগ শিরোপা। বিশ্বকাপে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর চ্যাম্পিয়ন করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিলো মেসির। সাত ম্যাচে সাত গোল ও তিন অ্যাসিস্ট করেছেন তিনি। জিতেছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের মর্যাদা।