বাঁচা-মরার লড়াইয়ে অল্পতেই গুটিয়ে গেল ইংল্যান্ড
ম্যাচটি দুই দলের জন্যেই বাঁচা-মরার। সেই লড়াইয়ে ব্যাটিংয়ে ব্যর্থ ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১৫৬ রানে অলআউট হয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।
এই ম্যাচ হারলে সেমিফাইনালে খেলার আশা কার্যত শেষ হয়ে যাবে দুই দলেরই। ইংলিশদের অল্প রানে গুটিয়ে দিয়ে নিজেদের টিকিয়ে রেখেছে লঙ্কানরা।
বেঙ্গালুরুর ব্যাটিং উইকেটেও ধ্বস নেমেছে ইংল্যান্ডের ব্যাটিংয়ে। টসে জিতে জস বাটলারের ব্যাট করার সিদ্ধান্ত প্রথমে ঠিকই মনে হচ্ছিল। ভালো শুরু করেছিলেন জনি বেয়ারস্টো এবং ডেভিড মালান।
মালান ফিরে যাওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। শ্রীলঙ্কাও বোলিং করেছে দুর্দান্ত। লাহিরু কুমারা নিয়েছেন তিনটি উইকেট, ম্যাথিউস ও রাজিথা নিয়েছেন দুটি করে উইকেট।
ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেছেন স্টোকস, বেয়ারস্টো ৩০ ও মালান করেছেন ২৮ রান।