মহাখালীর খাজা টাওয়ারে আগুন: অন্তত একজন নিহত
রাজধানীর মহাখালী এলাকার খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে হাসনা হেনা (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে এই ভবনটিকে আগুন লাগে।
নিহত হাসনা হেনা ওই ভবনের ৯ম তলায় অরবিট নামের একটি ইন্টারনেট সার্ভিস কোম্পানির সেলসে কাজ করতেন। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ। জানা গেছে, আগুনের আতঙ্কে একটি তার ধরে গ্রিল টপকে নামার সময়ে তার ছিঁড়ে পড়ে যান হাসনা হেনা।
হাসনা হেনার মরদেহ মেট্রোপলিটন পুলিশ হাসপাতালে রাখা হয়েছে বলে জানান তার স্বামী সনি।
উদ্ধার কাজে যোগ দেওয়া এক ডেসকো কর্মী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, আমি এখানে এসেই এক নারীকে ভবন থেকে লাফ দিতে দেখি। পরে চিৎকার শুনতে পাওয়া যায়।
মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালের তথ্যকেন্দ্রের কর্মী মো. আরিফুল একটি গণমাধ্যমকে জানান, তাদের হাসপাতালে একজন নারীকে মৃত অবস্থায় আনা হয়েছে। তার বয়স ত্রিশের মতো হতে পারে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, যে তলায় আগুনের সূত্রপাত হয়েছিল সেখানে একটি আইএসপি অফিস রয়েছে। তারা সেখানে আটকে পড়া বেশিরভাগ ব্যক্তিকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক টিবিএসকে জানান, ১৪ তলা ভবনের ১৩ তলায় আগুনের সূত্রপাত হয়।