কাকরাইলে মুখোমুখি আওয়ামী লীগ-বিএনপি-পুলিশ, দুই দলের সংঘর্ষ
আজ (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কাকরাইল মোড়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মগবাজারের দিক থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পিকআপে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন। কিন্তু কাকরাইল থেকে আরামবাগ মোড় পর্যন্ত রাস্তাটিতে আগে থেকেই বিএনপির নেতা-কর্মীরা অবস্থান করছিলেন। ফলে পিকআপটি গুলিস্তানের দিকে যেতে পারেনি।
এ সময়ই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের অনেকের হাতে লাঠিসোঁটা দেখা যায়। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।
এসময় গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের গাড়িবহরেও হামলা হয়।
সংঘর্ষের সময় 'ভোটচোর' বলে স্লোগান দিতে দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের।
আজ বেলা ২টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই নেতাকর্মীরা জড়ো হচ্ছেন সমাবেশস্থলে।
এদিকে, বর্তমান সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির ১ দফা দাবিতে আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করতে যাচ্ছে বিএনপি।
বিএনপির সমাবেশও দুপুর ২টায় শুরু হওয়ার কথা রয়েছে। তবে গতকাল রাত থেকেই নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা।
দুপুর ২টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে সমাবেশ। মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।