বেতন না দেওয়ায় সিটির বিরুদ্ধে মামলা করবেন মেন্ডি
নিজের সাবেক ক্লাব ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আদালতে যাচ্ছেন বেঞ্জামিন মেন্ডি। ফরাসি এই লেফট-ব্যাকের দাবি, চুক্তি অনুযায়ী বিশাল অঙ্কের টাকা তাকে দেয়নি সিটি।
গত বছর জুন মাসে ম্যানচেস্টার সিটির সঙ্গে মেন্ডির চুক্তি শেষ হয়। যদিও চুক্তিবদ্ধ থাকাকালীন বেশিরভাগ সময়ই মেন্ডি সিটির হয়ে খেলতে পারেননি। ধর্ষণ করার চেষ্টার অভিযোগ ঝুলছিল তার মাথার ওপর। সেই মামলা নিয়ে আদালতে ছুটাছুটি করেই মাঠের বাইরে ছিলেন এই ফরাসি লেফট ব্যাক।
২০২১ সালের সেপ্টেম্বর মাসে মেন্ডির বিরুদ্ধে ধর্ষণ করা ও ধর্ষণ করতে চেষ্টা করেছেন, এমন অভিযোগ ওঠে। তার দাবি, সিটি এই অভিযোগ আসার পর থেকেই বেতন দেওয়া বন্ধ করে দেয়। ২০২৩ সালের জুন পর্যন্ত চুক্তি অনুযায়ী সিটির কাছে কয়েক মিলিয়ন পাউন্ড পাবেন বলে জানিয়েছেন মেন্ডি।
এ বছরের জানুয়ারিতে মেন্ডির বিরুদ্ধে ওঠা মোট সাতটি অভিযোগ আদালতে ভুল প্রমানিত হয়। আরো দুটি অভিযোগ এ বছরের জুলাইতে ভুল প্রমানিত হয়। কিন্তু এরপরও সিটি তাকে চুক্তি অনুযায়ী বেতন দেয়নি।
উল্লেখ্য, চুক্তি অনুযায়ী প্রতি সপ্তাহে সিটির কাছ থেকে এক লাখ পাউন্ড অর্থাৎ প্রায় এক কোটি চল্লিশ লাখ টাকা পাওয়ার কথা বেঞ্জামিন মেন্ডির।