'দুইয়ের মাঝে ঝুলে আছি, মা’: সুশান্তের শেষ পোস্ট
সুশান্তের মা যখন মারা যান, তিনি তখন সিংহ রাজপুত ১৬ বছরের কিশোর। জানা গেছে, মায়ের মৃত্যুতে একফোঁটা চোখের পানিও ফেলেননি তিনি। এত অল্প বয়সে তাকে ফেলে যাওয়ায় মায়ের প্রতি এক অব্যক্ত অভিমান হয়তো জন্মেছিল সেদিনের সেই কিশোরের। রোববার তিনিও চলে গেলেন পৃথিবীর মায়া কাটিয়ে।
গত ৩ জুন মাকে উদ্দেশ্য করে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট লেখেন এই অভিনেতা। তাতে লিখেন,
'আবছা অতীতের বাষ্প চোখের জলে ঝরে পড়েছে... অফুরন্ত স্বপ্ন একটা হাসি খুড়েই চলেছে... এবং জীবন দ্রুত পরিবর্তনশীল, দুইয়ের মাঝে আমি ঝুলে রয়েছি... মা।' এটিই তার সর্বশেষ পোস্ট। খবর হিন্দুস্তান টাইমসের।
ঠিক একসপ্তাহ আগে মায়ের কথা মনে করে এই বার্তাই লিখেছিলেন তিনি। ৩৪ বছর বয়সে আত্মহননের মতো সিদ্ধান্ত কেন নিলেন এই বলিউড তারকা, সেই উত্তর অজানা। মেলেনি কোনো সুইসাইড নোটও। কিন্তু তার শেষ ইনস্টাগ্রাম পোস্ট ইঙ্গিত দেয়, কোনো কারণে ভীষণ অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি।
হয়তো স্বপ্ন আর বাস্তবের বেড়াজালে আটকে পড়েছিলেন এই বলিউড তারকা। অতীত পিছু ডাকছিল, কিন্তু সোনালি ভবিষ্যতের তাড়নাও কম ছিল না। তাই বলে জীবনটাকেই শেষ করে দেওয়ার সিদ্ধান্ত কেউ মানতে পারছে না।
রোববার সকালে মুম্বাইয়ে নিজ বাসা থেকে 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'খ্যাত এই অভিনেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
অবশ্য এই তারকা অভিনেতা সত্যি আত্মহত্যা করেছেন, নাকি তাকে হত্যা করা হয়েছে; আত্মহত্যা করে থাকলেও এর নেপথ্যে কী কারণ- সেসব প্রশ্নের জবাব হয়তো সময়ই বলে দেবে। এখন সময় দুনিয়াজুড়ে থাকা তার ভক্তদের শোকে ভেসে যাওয়ার।