শেষবার রুপোলি পর্দায় দেখা যাবে না সুশান্ত ম্যাজিক! হটস্টারেই মুক্তি 'দিল বেচারা'
সুশান্ত সিং রাজপুতের শেষ চলচ্চিত্র 'দিল বেচারা' মুক্তি পাচ্ছে ডিডিটাল প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে। সুশান্তের আত্মহত্যার আগে থেকেই এই ছবির ডিজিটাল মুক্তির জল্পনা শোনা যাচ্ছিল।
সুশান্তের আত্মহত্যার পর তার অনুরাগীদের তরফে বারবার অনুরোধ জানানো হয় প্রয়াত তারকার শেষ ছবি হলেই দেখতে চায় তারা। সেই নিয়ে টুইটারেও বেশ কিছু ট্রেন্ডও চোখে পড়েছে।
তবে সুশান্তের আত্মহত্যার ১১ দিনের মাথায় ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারের তরফে ঘোষণা করা হল, আগামী ২৪ জুলাই থেকে এই ছবি স্ট্রিমিং শুরু হবে। শুধু তাই নয়, প্রয়াত অভিনেতার স্মরণে এই ছবি শুধু হটস্টারের সাবস্ক্রাইবারদের জন্য নয় দেখতে পাবেন নন-সাবস্ক্রাইবারও।
খবর হিন্দুস্তান টাইমস।
এদিন 'ডিজনি প্লাস হটস্টারের তরফে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, 'দিল বেচারা.. একটা গল্প ভালোবাসা, আশা এবং অফুরন্ত স্মৃতির। প্রয়াত সুশান্ত সিং রাজপুতের উত্তরাধিকারের এই ছোঁয়া যেন সব মনকে ছুঁতে পারে, সবাই যেন এই স্মৃতির আনন্দটা চিরকাল গেঁথে রাখেন। আগামী ২৪ জুলাই থেকে দিল বেচারা সবার জন্য আসছে। সুশান্তকে ভালোবাসার জন্য, ওর সিনেমার প্রতি ভালোবাসার জন্য এই ছবিটা সবার জন্য-সাবস্ক্রাইবারদের পাশাপাশি নন-সাবস্ক্রাইবারও দেখতে পাবেন।'
পরিচালক মুকেশ ছাবড়ার এই ছবিতে সুশান্তের বিপরীতে রয়েছেন নবাগতা সঞ্জনা সংঘি।
জনগ্রিনের লেখা উপন্যাস 'ফল্ট ইন আওয়ার স্টার' অবলম্বনে তৈরি দিল বেচারা। এই উপন্যাস অবলম্বনে এর আগে তৈরি হয়েছে একই নামের জনপ্রিয় হলিউড ছবিও। ৮ মে ২০২০ এই ছবির রিলিজ ডেট নির্দিষ্ট ছিল, কিন্তু করোনা সংকটে তা সম্ভব হয়নি মুক্তি। এই ছবির সঙ্গেই পরিচালক হিসাবে ডেব্যিউ হচ্ছে বলিউডের জনপ্রিয় কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার। সুশান্ত-সঞ্জনা ছাড়া এই ছবিতে রয়েছেন সইফ আলি খান ও স্বস্তিকা মুখোপাধ্যায়ও।