লিওনার্দো দ্য ভিঞ্চির মোনালিসায় স্যুপ ছুড়ে মারল বিক্ষোভকারীরা
প্যারিসের ল্যুভর মিউজিয়ামে থাকা লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা বিখ্যাত চিত্রকর্ম মোনালিসায় রবিবার স্যুপ ছুড়ে মেরেছে দুই বিক্ষোভকারী। তবে বুলেটপ্রুফ কাচের মধ্যে সংরক্ষিত থাকায় চিত্রকর্মটি নষ্ট হওয়ার আশঙ্কা নেই।
লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ষোড়শ শতাব্দীর চিত্রকর্মটি বিশ্বের অন্যতম বিখ্যাত শিল্পকর্ম।
বিক্ষোভকারীরা স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
ভিডিওতে দেখা যায়, 'রিপোস্ট অ্যালিমেন্টায়ার' লেখা টি-শার্ট পরা দুই নারী বিক্ষোভকারী মোনালিসার ছবির উপর স্যুপ ছুঁড়ে মারছেন।
এসময় তারা চিত্রকর্মটির সামনে দাঁড়িয়ে বলেন, 'কোনটি বেশি গুরুত্বপূর্ণ? শিল্প নাকি স্বাস্থ্যকর খাদ্যের অধিকার? আপনাদের (ফ্রান্সের) কৃষিব্যবস্থা রুগ্ণ অবস্থায় রয়েছে।'
এরপর জাদুঘরের নিরাপত্তারক্ষীরা মোনালিসার সামনে কালো পর্দা টাঙিয়ে দেন।
রিপোস্ট অ্যালিমেন্টায়ার (ফুড কাউন্টার অ্যাটাক) নামের একটি গ্রুপ এই ঘটনার দায় স্বীকার করেছে।
ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রাচিদা দাতি বলেছেন, মোনালিসাকে লক্ষ্যবস্তু করার ন্যায্য 'কোনো কারণ' থাকতে পারে না।
তিনি এক্সে (পূর্বে টুইটার) দেওয়া এক পোস্টে বলেন, 'এটি (চিত্রকর্মটি) যেমন আমাদের ঐতিহ্য, তেমনি ভবিষ্যৎ প্রজন্মেরও।'
জ্বালানির দাম কমানোসহ বিভিন্ন দাবিতে গত কয়েক দিনে ফ্রান্সের রাজধানী প্যারিসে কৃষকেরা বিক্ষোভ করছেন। শুক্রবার তারা প্যারিস ও এর বাইরে প্রধান সড়কগুলো অবরোধ করেন।
১৯৫০-এর দশকের শুরু থেকে মোনালিসা সেফটি গ্লাস দিয়ে সুরক্ষিত রয়েছে। সেসময় একজন দর্শনার্থী অ্যাসিড ছুড়ে এর কাচ নষ্ট করে ফেলেন।
২০১৯ সালে জাদুঘর কর্তৃপক্ষ জানায়, এটি রক্ষার জন্য তারা আরও স্বচ্ছ ধরনের বুলেটপ্রুফ কাচ লাগিয়েছে।
২০২২ সালে এক বিক্ষোভকারী চিত্রকর্মটিতে কেক ছুড়ে মেরেছিলেন এবং মানুষকে 'পৃথিবীর কথা ভাবার' আহ্বান জানিয়েছিলেন।
১৯১১ সালে ল্যুভর থেকে চিত্রকর্মটি চুরি হয়ে যায়, যা আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করে।
বিশ্বের সর্বাধিক পরিদর্শন করা জাদুঘরের কর্মচারী ভিনসেঞ্জো পেরুগিয়া চিত্রকর্মটি চুরি করতে সারা রাত আলমারিতে লুকিয়ে ছিলেন।
দুই বছর পর ইতালির ফ্লোরেন্সে এক অ্যান্টিক ডিলারের কাছে এটি বিক্রির চেষ্টা করলে সেটি উদ্ধার করা হয়।