টিকটকসহ ৫৯টি চীনা অ্যাপকে নিষিদ্ধ করল ভারত
সম্প্রতি টিকটক, ইউসি ব্রাউসার, হ্যালোসহ ৫৯টি চীনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। ভারতীয় সাইবার সুরক্ষা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে বলে ভারতের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
এই তালিকায় রয়েছে শেয়ারইট, লাইকি, উইচ্যাট, শিন এর মতো একাধিক জনপ্রিয় এবং বহুল প্রচলিত অ্যাপ।
সম্প্রতি গত ১৫ জুন ভারত ও চীনের সীমানা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরির কারণে চীনের বিভিন্ন ধরনের পণ্য নিষিদ্ধ করার উদ্যোগ নেয় ভারত। এরই ধারাবাহিকতায় এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।