‘তারে জমিন পর’-এর ১৬ বছর পর এক হলেন আমির ও দার্শিল
সালটা ২০০৭। মুক্তি পেয়েছিল তারে জমিন পর। শিশুশিল্পী দার্শিল সাফারির সঙ্গে আমির খানের রসায়ন নজর কাড়ে সবার। তাদের শিক্ষক ছাত্রের সম্পর্ক মুগ্ধ করেছিল সবাইকে।
সেই ছবির ১৬ বছর পেরিয়ে গেছে। এবার নতুনভাবে নতুন কাজে ধরা দিলেন আমির ও দার্শিল। একটি নতুন বিজ্ঞাপনে আবারও একসঙ্গে দেখা গেল তাদের। তবে এবার আর ছাত্র শিক্ষক নয়, দার্শিল ও আমির এবার নাতি-দাদুর ভূমিকায় অবতীর্ণ হলেন।
বুধবার (৬ মার্চ) প্রকাশ্যে এসেছে তাদের নতুন বিজ্ঞাপন। সেখানেই দার্শিলের দাদুর চরিত্রে দেখা গেল আমির খানকে। এই নতুন বিজ্ঞাপন নিজের প্রোফাইলে শেয়ার করেন দার্শিল।
এছাড়া মঙ্গলবার তিনি আমির খানের সঙ্গে একাধিক ছবিও শেয়ার দার্শিল। সেখানে তিনি লেখেন, 'এটা আমিরের মাল্টিভার্স আর আমরা সেখানে বাস করছি। আর ৩ দিন বাকি।'
প্রায় ১৬ বছর আগে দার্শিল ও আমির একসঙ্গে কাজ করেছিলেন। তারে জমিন পর ছবিতে দার্শিলকে দেখা গিয়েছিল ডিসলেক্সিয়ায় আক্রান্ত এক শিশুর চরিত্রে, যার দ্রুত পড়তে বা কোনো কাজ করতে অসুবিধা হতো। আমির ছিলেন তার শিক্ষক। তিনি তাকে জীবনের পথে দিশা দেখান।
প্রসঙ্গত, সদ্যই আমির খানের মেয়ে আইরা খানের বিয়ে হয়। সেখানে তারে জমিন পরের কলাকুশলীদের দেখা গিয়েছিল। ওই ছবিতে দার্শিলের মায়ের চরিত্রে অভিনয় করা তিস্কা চোপড়া ইনস্টাগ্রামে ওইসব ছবি শেয়ার করেন।