প্রস্তুতি ম্যাচেও সেই একই বাংলাদেশ
নামে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ, কিন্তু বাংলাদেশের হাল যেই কে সেই। জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু হওয়া ব্যাটিং ব্যর্থতা টেনেই চলেছেন লিটন-শান্তরা। আজ ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে নামার আগে সর্বশেষ প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে উড়ে গেছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারের সবকটি বল খেলে নয় উইকেট হারিয়ে ১২২ রান করতে পেরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ-সাকিব আল হাসানরা। আর বাংলাদেশ ম্যাচ হেরেছে ৬০ রানের ব্যবধানে।
জিম্বাবুয়ে সিরিজের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষেও বাংলাদেশের ব্যাটিং দেখে কেউই খুব বেশি আশাবাদী হবেন না। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলার মধ্য দিয়ে এক প্রকার বিশ্বকাপেরই আমেজে ঢুকে যাওয়া হয় বললেও চলে। সেখানেও হতশ্রী ব্যাটিংয়ে হতাশার সঙ্গে শঙ্কাও বাড়িয়েছে লিটন-শান্ত-সৌম্যদের ব্যাটিং পারফরম্যান্স।
বিশেষ করে অধিনায়ক নাজমুল হাসান শান্ত আর লিটন দাসের ফর্মের যা অবস্থা তাতে বাংলাদেশের সমর্থকদের ভালো কিছু আশা করাও মুশকিল। ধুঁকতে থাকা শান্ত আজ ছয় বল খেলে কোনো রানই করতে পারেননি। অপরদিকে লিটন আট বল মোকাবেলা করে একটি চার মেরেই নিজের কাজ শেষ মনে করে ফিরে গেছেন সাজঘরে। সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম আর তাওহিদ হৃদয়রাও হয়েছেন ব্যর্থ।
যা একটু রান করেছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ আর সাকিব আল হাসান। মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে ২৮ বলে চার ছয় ও এক চারে ৪০ রান। সাকিব ২৮ রান করেছেন বটে, তবে খেলছেন ৩৪ বল। ভারতের সব বোলারই বলতে গেলে উইকেট পেয়েছেন।
এর আগে ব্যাট করে ২০ ওভার খেলে পাঁচ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে ভারত। সর্বোচ্চ ৫৩ রান করেছেন এই ম্যাচ দিয়ে অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা রিশভ পন্ত। ৩২ বলের ইনিংসে চারটি করে চার ও ছয় মেরেছেন এই বাঁহাতি উইকেটকীপার ব্যাটসম্যান। হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে এসেছে ২৩ বলে ৪০ রান।
বাংলাদেশের হয়ে আটজন বল করেছেন। চার ওভার বল করে ৪৭ রান খরচ করেছেন সাকিব আল হাসান, উইকেট পেয়েছেন একটি। মেহেদি হাসান চার ওভার বল করে দিয়েছেন ২২ রান, তিনিও পেয়েছেন একটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মাহমুদউল্লাহ, শরিফুল ও তানভির ইসলাম।