ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন: এক ঘণ্টায় প্রায় ১৪ হাজার টিকিট শেষ
আজ রোববার (২ জুন) থেকে ঈদুল আযহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
সকাল ৮টায় টিকিট বিক্রি শুরুর পর ঘণ্টা পেরোতেই ১৪ হাজার টিকিট শেষ হয়েছে বলে জানা যায় বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকিট বিক্রির প্ল্যাটফর্ম সহজের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে।
বরাবরের মতো এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি হবে।
আগামী ১৭ জুনকে পবিত্র ঈদুল আযহার দিন ধরে আন্তঃনগর ট্রেনের আসন অগ্রিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
আগামী ১২ জুন যাত্রার জন্য আজ সকাল ৮টায় পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট ছাড়া হয়। মোট ৬৪টি ট্রেনের প্রায় ১৬ হাজার টিকেট বিক্রি হবে।
আর পূর্বাঞ্চলে চলাচলকারী সকল ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে আজ দুপুর ২টা থেকে।
এবার প্রতিদিন ঢাকা থেকে বহির্গামী দুই অঞ্চলের ট্রেনে মোট আসন সংখ্যা ৩৩ হাজার ৫০০টি, যা শতভাগ অনলাইনে বিক্রি করা হবে।
এদিকে ১৩ জুনের আসন বিক্রি হবে ৩ জুন, ১৪ জুনের আসন বিক্রি হবে ৪ জুন, ১৫ জুনের আসন বিক্রি হবে ৫ জুন এবং ৬ জুন বিক্রি হবে ১৬ জুনের আসন।