শর্তসাপেক্ষে কোম্পানি করহার কমানোর প্রস্তাব বাজেটে
শর্তসাপেক্ষে কোম্পানি করদাতাদের বিদ্যমান করহার কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
আজ বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করছেন তিনি। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী পুঁজিবাজারে অতালিকাভুক্ত কোম্পানির করহার ২৭.৫ শতাংশ থেকে শর্তসাপেক্ষে ২৫ শতাংশ করার প্রস্তাব করেছেন।
অর্থমন্ত্রী বলেন, "এক্ষেত্রে, সকল প্রকার আয় ও প্রাপ্তি এবং প্রত্যেক একক লেনদেনে ৫ লক্ষ টাকার অধিক ও বার্ষিক সর্বমোট ৩৬ লক্ষ টাকার উর্ধ্বে সকল প্রকার ব্যয় ও বিনিয়োগ ব্যাংক লেনদেনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। অর্থনীতিকে অধিকতর আনুষ্ঠানিক করা এবং এক ব্যক্তি কোম্পানির প্রতিষ্ঠা উৎসাহিত করার লক্ষ্যে নন-লিস্টেড (অতালিকাভুক্ত) কোম্পানিসমূহের মতই শর্ত পরিপালন সাপেক্ষে আমি এক ব্যক্তি কোম্পানির করহার ২২.৫ শতাংশ থেকে ২০ শতাংশ করার প্রস্তাব করছি।"
এছাড়া পরিশোধিত মূলধনের নির্দিষ্ট পরিমাণের বেশি শেয়ার – আইপিও বা প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে হস্তান্তর হলে – তালিকাভুক্ত কোম্পানির জন্য করহার শর্তসাপেক্ষে ২২.৫ শতাংশ থেকে ২০ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
তিনি আরো বলেন, "কর- জিডিপি হার বৃদ্ধির প্রচেষ্টা হিসেবে সার্বিক বিবেচনায় সমবায় সমিতির জন্য করহার ১৫ শতাংশ থেকে ২০ শতাংশে এ বৃদ্ধি করে অন্যান্য করহার এর বিদ্যমান কাঠামোটি বহাল রাখার প্রস্তাব করেছি।"