কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান করবেন? দেখাতে হবে কর পরিশোধের প্রমাণ
কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান করতে হলে আয়কর রিটার্ন দাখিলের বা প্রুফ অব সাবমিশন অব রিটার্ন (পিএসআর) শো করা বাধ্যতামূলক করা হয়েছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাবে।
এর ফলে যিনি বিয়ের অনুষ্ঠানের জন্য কমিউনিটি সেন্টার বা কনভেনশন সেন্টার ভাড়া নেবেন, তার পিএসআর সংশ্লিষ্ট সেন্টারের কর্তৃপক্ষতে দেখাতে হবে।
কেবল বিয়ে নয়, অন্য যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য কমিউনিটি সেন্টার বা কনভেনশন সেন্টার ভাড়া নিতে হলে তার পিএসআর দেখানো বাধ্যতামূলক হচ্ছে।