অভিনয় ছেড়ে শান্তিতে আছি: ক্যামেরন ডিয়াজ
হলিউড তারকা ক্যামেরন ডিয়াজ বলেছেন, রুপালি পর্দা থেকে দুই বছর আগে সরে যাওয়ার 'কঠিন' যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটি তার 'আত্মায় শান্তি' এনে দিয়েছে।
"দেয়ার'স সামথিং অ্যাবাউট ম্যারি", "চার্লি'স অ্যাঞ্জেলস" ও 'শ্রেক' চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বিনোদন দুনিয়ায় জনপ্রিয় মুখে পরিণত হন ডিয়াজ। তবে ২০ বছরের ক্যারিয়ারে তাকে বড় পর্দায় সর্বশেষ হাজির হতে দেখা যায় ২০১৪ সালে মুক্তি পাওয়া 'অ্যানি' চলচ্চিত্রে।
আরেক অভিনেত্রী গিনেথ প্যাল্ট্রোর হেলথ পডকাস্টে ডিয়াজ বলেন, 'আমি আত্মায় শান্তি পেয়েছি; কেননা, অবশেষে নিজের যত্ন নিতে পারছি।'
'কথাটা অবাক করা, আমি জানি, অনেকেই এ কথার মানে বুঝবে না; তবে আপনি ঠিকই বুঝবেন। (হলিউডে এত চাপের মধ্যে) এ পর্যায়ে কাজ করা, জনসমক্ষে নিজেকে রাখা' খুবই ক্লান্তিকর ব্যাপার বলে উল্লেখ করেন ৪৭ বছর বয়সী এই প্রাক্তন অভিনেত্রী।
'আপনি যখন অভিনেত্রী হিসেবে সত্যিই দৃশ্যমান থাকেন, গণমাধ্যম ও আমজনতাকে আপনার হরদম মোকাবেলা করতে হয়, তখন প্রচুর জীবনীশক্তি ক্ষয়ে আসে।'
অভিনয় থেকে অবসর গ্রহণের খবর ২০১৮ সালে নিশ্চিত করেন ডিয়াজ; তবে সে সময়ে বলেছিলেন, আর কোনোদিন অভিনয়ে ফিরে আসার ব্যাপার নিয়ে তিনি ভাববেন না।
'নিজের মালিকানা'
জিম ক্যারির বিপরীতে ১৯৯৪ সালে 'দ্য মাস্ক' ছবিতে অভিনয় করে ব্রেকথ্রু পাওয়া ডিয়াজ বলেন, হলিউডের মাল্টি মিলিয়ন ডলার বাজেটের একেকটি প্রজেক্টে অংশ নেওয়ার চাপে একজন অভিনেতা-অভিনেত্রীকে পিষ্ট হয়ে যেতে হয়। অথচ তিনি সব সময় আত্মতুষ্টি পেতে চেয়েছেন।
'অভিনয় থামিয়ে দিয়ে সত্যিকার অর্থেই নিজের জীবনের দিকে নজর দিয়েছি আমি,' বলেন তিনি, 'যখন আপনি কোনো চলচ্চিত্রে কাজ করবেন, তখন আর নিজের থাকবেন না। তারা যেন আপনার মালিকানা নিয়ে নেবে। মাসের পর মাস দিনে ১২ ঘণ্টা কাজ করতে হবে আপনাকে; ফলে অন্য কিছু করার ফুসরত পাবেন না।'
'বড় হয়েছি, নিজের খেয়াল রাখতে পারি কি না- এটা জানার দরকার আমার আসলেই ছিল।'
২০১৫ সালে রক ব্যান্ড গুড চার্লটের লিড গিটারিস্ট বেঞ্জি ম্যাডেনকে বিয়ে করেন ডিয়াজ। এই দম্পতির প্রথম সন্তান র্যাডিক্সের জন্ম গত বছরের ডিসেম্বরে।
মা হওয়ার উৎসাহ দেওয়ার প্যাল্ট্রোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডিয়াজ বলেন, 'এই বয়সে মা হয়ে বুঝেছি, ২৫ বছর বয়সে হলে মায়ের দায়িত্ব এত ভালোভাবে পালন করা বোধ হয় আমার পক্ষে সম্ভব হতো না।'
- সূত্র: বিবিসি