বৈরুত বিস্ফোরণ: মারাত্মক আহত হলেও প্রাণে বেঁচে আছেন আরব রকস্টার
সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ডেথ মেটাল ব্যান্ড 'নার্ভসেল' এক ফেসবুক বার্তায় জানিয়েছে, লেবাননের বৈরুতে প্রলয়ঙ্কারী বিস্ফোরণে তাদের ড্রামার বশির রামাদান মারাত্মক আহত হলেও জীবিত রয়েছেন।
লেবানিজ রকস্টার রামাদানের মাথায় সেলাইয়ের দাগ, মুখ বিক্ষত, রক্তাক্ত এক চোখ বুজে আছে প্রায়, হাতে ব্যান্ডেজ- এমন ছবি পোস্ট করে ব্যান্ডটি লিখেছে, 'যখন ঘটনাটা ঘটল, বশির ও তার পরিবারের প্রতি সম্মান জানিয়ে আমরা এ নিয়ে কোনো পোস্ট দিতে চাইনি।... এতক্ষণে খবরটা ছড়িয়ে পড়েছে। সবচেয়ে বড় কথা, তিনি জীবিত রয়েছেন এবং এই ধ্বংসলীলা থেকে প্রাণে বেঁচে গেছেন। আমরা আপনাদের সবার কাছে তার জন্য দোয়া ও শুভকামনা চাই। আপনারা সবাই নিরাপদে থাকুন। লেবাননের মানুষ সুবিচার পাক। সুবিচার তাদের দীর্ঘদিনের পাওনা!'
'নার্ভসেল' আরব আমিরাতের সবচেয়ে জনপ্রিয় মেটাল গ্রুপগুলোর একটি। ১৯৯৯ সালে দুবাইয়ে যাত্রা শুরু এই ব্যান্ডের। ২০০৮ সালে মুক্তি পাওয়া তাদের 'প্রিচিং ভেনম' মধ্যপ্রাচ্যের অন্যতম প্রথম ডেথ মেটাল অ্যালবাম। ব্যান্ডটি ইতোমধ্যেই বেশকিছু ওয়ার্ল্ড ট্যুর করেছে। ২০১১ সালে 'সাইকোজেনোসাইড' ও ২০১৭ সালে 'পাস্ট, প্রেজেন্ট... টর্চার' নামে আরও দুটি অ্যালবাম প্রকাশ করেছে তারা।
এদিকে, ৪ আগস্টের ওই মারাত্মক বিস্ফোরণে লেবাননে কয়েক হাজার লোক আহত ও অন্তত ১৫৪ জন নিহত হন। ওই বিস্ফোরণে আনুমানিক ১৫ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক ক্ষতি হয়েছে।
- সূত্র: দ্য ন্যাশনাল (সংযুক্ত আরব আমিরাত)