হারের পর শান্ত বললেন, ‘ক্রিকেটে এটা হতেই পারে’
ছোট লক্ষ্য তাড়ায় তাওহিদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদের জুটিতে বাংলাদেশের জয় সহজই মনে হচ্ছিল। দলকে অনেকটা পথ এগিয়ে হৃদয় আউট হলে চাপ বাড়ে। যে চাপ কাটিয়ে জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিলেন মাহমুদউল্লাহ, সঙ্গে ছিলেন জাকের আলী। শেষ ৬ বলে ১১ রানের মহাগুরুত্বপূর্ণ সময়ে জাকের পারলেন না।
এরপরও সুযোগ থাকলো, ২ বলে দরকার ৭ রান। কেশব মহারাজের করা ফুলটসে সজোরে ব্যাট চালিয়েও লং অনে এইডেন মার্করামের হাতে ধরা পড়ে গেলেন মাহমুদউল্লাহ, আর ওখানেই লেখা হয়ে গেল বাংলাদেশ হার। শেষ বলে তাসকিন আহমেদ চেষ্টা করলেন, কিন্তু ফুলটস থেকে এক রানের বেশি নিতে পারলেন না।
সোমবার রাতে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে 'ডি' গ্রুপের ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ রানে হেরে গেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি এবং এই ফরম্যাটের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে অপরাজেয়ই থেকে গেলে প্রোটিয়ারা। এ নিয়ে ৯টি টি-টোয়েন্টির সবগুলোতে জিতলো তারা, বিশ্বকাপে জিতলো চার ম্যাচে।
বাগে পেয়েও দক্ষিণ আফ্রিকাকে হারাতে না পারায় হতাশ হওয়ার কথা বাংলাদেশ দলের। অধিনায়ক শান্ত অবশ্য বললেন, ক্রিকেটে এমন ঘটনা ঘটতেই পারে, 'এই ম্যাচ আমাদের জেতা উচিত ছিল। আমরা প্রায় জিতেও গেছিলাম, কিন্তু শেষ দুই ওভারে দক্ষিণ আফ্রিকা ভালো বোলিং করেছে। ক্রিকেটে এমনটা হতেই পারে।'
এই ম্যাচে সৌম্য সরকারের জায়গায় একাদশে এসেছেন জাকের আলি। তাওহিদ হৃদয় আউট হওয়ার পর উইকেটে আসেন তিনি। তখনও বাংলাদেশের তিন ওভারে ২০ রান দরকার ছিল। মাহমুদউল্লাহকে নিয়ে জাকের সেই কাজটা সারতে পারবেন বলেই বিশ্বাস ছিল দলের, 'সবাই চাপে ছিল। তবে জাকের থাকাতে আত্মবিশ্বাসীও ছিলাম। কিন্তু তা আর হয়নি, তবে এমনটা হতেই পারে।'
আজ বল হাতে বাংলাদেশকে দুর্দান্ত এক শুরু এনে দিয়েছেন তানজিম হাসান সাকিব। ডানহাতি এই পেসারকে প্রশংসায় ভাসালেন অধিনায়ক শান্ত, 'শেষ দুই ম্যাচে তানজিম কঠোর পরিশ্রম করেছে। আমাদের আজকে নতুন বলে উইকেট নেওয়া দরকার ছিল। সে সেটা এনে দিয়েছে।'