শ্রীলঙ্কা সফরের পর ঘরোয়া ক্রিকেট
অনেকদিন ধরেই বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশ যে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। এই সফরে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ, এটাও আগে থেকে নির্ধারিত। তিন টেস্টের সঙ্গে তিনটি ওয়ানডে নাকি তিনটি টি-টোয়েন্টি থাকবে, এ নিয়ে বর্তমানে আলোচনা চলছে দুই বোর্ডের মধ্যে।
সব চূড়ান্ত হওয়ার পর প্রাথমিক দল ঘোষণা করা হবে। এই দলটি নিয়ে অনুশীলন ক্যাম্প করার পর আগামী মাসের ২০ সেপ্টেম্বরের পরে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। এই সফর শেষে দেশে ফিরে ঘরোয়া ক্রিকেট শুরু করার ব্যাপারে পরিকল্পনা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
আপাতত শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি ও আনুসঙ্গিক বিষয় নিয়ে ভাবছে বিসিবি। শনিবার বিসিবিতে একটি অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। এই বৈঠকে শ্রীলঙ্কা সফর ছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে আলোচনা হয়েছে।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'শনিবার আমাদের একটা অনানুষ্ঠানিক সভা ছিল। ওখানে আমাদের অনেক বিষয় নিয়েই কথা হয়েছে। শ্রীলঙ্কা সফর, ডিপিএল, বিপিএল এসব নিয়ে কথা হয়েছে।'
শ্রীলঙ্কা সফর নিয়ে তিনি বলেন, 'শনিবার রাতে শ্রীলঙ্কার প্রধান নির্বাহী আমাকে ফোন করেছিলেন। সিরিজের ব্যাপারে তার সঙ্গে কথা হয়েছে। দুই-একদিনের ভেতরে এটা চূড়ান্ত হয়ে যাবে। শ্রীলঙ্কা সফরে আমরা তিনটি টেস্টের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি নাকি ওয়ানডে খেলব, এটা চূড়ান্ত হয়ে যাবে। এ বিষয়ে তারা তাদের অবস্থান জানাবে। এরপর আমাদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত হবে সব।'
সূচিসহ আরও কিছু বিষয় চূড়ান্ত করার আছে জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী বলেন, 'সূচিটা এখনও ঠিক হয়নি। আগামী এক সপ্তাহের মধ্যে সব চূড়ান্ত হয়ে যাবে বলে আশা করছি। চূড়ান্ত হওয়ার পর আমরা স্কোয়াড ঘোষণা করব। এরপর আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করব। আমরা সেপ্টেম্বরের ২০ তারিখের পরে শ্রীলঙ্কা সফরে যাব।'
এই সফর থেকে ফিরে ঘরোয়া ক্রিকেট শুরু করার পরিকল্পনা হাতে নেবে বিসিবি। নিজাম উদ্দিন চৌধুরী আরও বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে তারপর আমরা ঘরোয়া ক্রিকেট নিয়ে চিন্তা-ভাবনা করব। শ্রীলঙ্কা সফর করে এসে আমরা ঘরোয়া ক্রিকেট নিয়ে ভাবব। কারণ আমাদের দেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। তাই এখনই আমরা ঘরোয়া ক্রিকেট শুরু করতে পারব না।'
জাতীয় দলের সঙ্গে হাই পারফরম্যান্স দলও (এইচপি) শ্রীলঙ্কা সফরে যাবে। যে কারণে ঘরোয়া ক্রিকেট আয়োজনে ক্রিকেটার স্বল্পতা থাকবে বলে মনে করেন বিসিবির প্রধান নির্বাহী, 'জাতীয় দল ও এইচপি দলের শ্রীলঙ্কা সফর থাকায় ক্রিকেটার স্বল্পতাও থাকবে। সব মিলিয়ে শ্রীলঙ্কা সফর করে এসে ঘরোয়া ক্রিকেট শুরু করার পরিকল্পনা করলে ভালো হবে বলে মনে করছি আমরা।'
ঈদের আগে শুরু হয়েছে একক অনুশীলন। কয়েকদিন অনুশীলনের পর ঈদের ছুটিতে যান ক্রিকেটাররা। ঈদের ছুটির পর শনিবার থেকে দ্বিতীয় দফায় দেশের পাঁচটি ভেন্যুতে আবারও শুরু হয়েছে একক অনুশীলন। শুরুতে ক্রিকেটার সংখ্যা ১০ জন হলেও বর্তমানে ২৭ জন ক্রিকেটার অনুশীলন করছেন।
আর কিছুদিন পর অবশ্য দলীয় অনুশীলন শুরু হবে। শ্রীলঙ্কা সফরের সব চূড়ান্ত হয়ে গেলে প্রাথমিক দল ঘোষণা করবে বিসিবি। এই দলটি নিয়ে চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে অনুশীলন ক্যাম্প।