'ক্রসফায়ারে'র ভয় দেখানোয় মামলা: প্রত্যাহার হলেন এসআই
'ক্রসফায়ারে' হত্যার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা দায়েরের একদিন পরই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের অভিযুক্ত উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তাকে আখাউড়া থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে (কন্ট্রোল রুম) নিয়ে আসা হয়।
নাম না প্রকাশ করার শর্তে জেলা পুলিশের পদস্থ একজন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করে বলেন, 'মামলায় অভিযুক্ত আরও চার পুলিশ সদস্যের মধ্যে একজন অসুস্থতাজনিত কারণে আগে থেকেই পুলিশ লাইনে সংযুক্ত আছেন। বাকি তিনজন বর্তমানে অন্য জেলায় কর্মরত থাকায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট জেলা পুলিশের ঊর্ধ্বতনরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।'
এর আগে, বুধবার দুপুরে জেলার আখাউড়া উপজেলা সদরের মসজিদপাড়া এলাকার বাসিন্দা হারুন মিয়া পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে তাকে 'ক্রসফায়ারে' হত্যার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন- আখাউড়া থানা পুলিশের এসআই মতিউর রহমান ও তৎকালীন এসআই হুমায়ূন কবির, তৎকালীন এএসআই খোরশেদ, তৎকালীন কনস্টেবল প্রশান্ত ও সৈকত।
আদালতের বিচারক জাহিদ হোসেন মামলাটি তদন্ত করে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।
তবে এ বিষয়ে বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত দাপ্তরিক কোনো কাগজপত্র এসে পৌঁছেনি বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান।