‘সব সময় লক্ষ্য পরের বিশ্বকাপ’- কখনই এমন মন্তব্য করেননি দাবি পাপনের
সময়ের হিসেবে ব্যবধানটা খুব বেশি নয়, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বরের কথা। মিরপুর স্টেডিয়ামের বিসিবির কার্যালয়ের নিচে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নাজমুল হাসান পাপন জানান, আসন্ন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ নয়, তাদের লক্ষ্য পরের বিশ্বকাপ। বিসিবি প্রধান জানান, সব সময়ই তাদের লক্ষ্য পরবর্তী বিশ্বকাপ। প্রায় দুই বছর পর নিজের করা সেই মন্তব্যের প্রসঙ্গ তোলা হলে পাপন জানালেন, কখনই তিনি এমন কথা বলেননি।
মঙ্গলবার বিসিবির বোর্ড সভা ছিল। যেখানে অনেক কিছুর সঙ্গে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স, শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণ, আম্পায়ার নিয়োগ, কোচদের বেতন বাড়ানোর বিষয়গুলো। চার ঘণ্টাব্যাপী সভার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন পাপন। দীর্ঘ সংবাদ সম্মেলনে প্রশ্নের ভিড়ে একটি প্রশ্ন ছিল বিশ্বকাপের লক্ষ্য নিয়ে তার করা দুই বছর আগের মন্তব্য প্রসঙ্গে।
কিন্তু প্রশ্নটি শুনে বিরক্তই হলেন বিসিবি সভাপতি। সাফ জানিয়ে দিলেন কখনই তিনি এমন মন্তব্য করেননি। উল্টো তিনিই প্রশ্ন রাখলেন, এসব সংবাদকর্মীরা কোথায় পান। পাপন বলেন, 'এই যে আপনি কথাটা বললেন। আমরা খেলার আগে বলি যে পরবর্তী বিশ্বকাপ। এটা কোথায় পেলেন? আমি দেখলাম এক জায়গায় আমি নাকি বলছি যে… আমি জীবনে এই কথা বলিই নাই।'
'এইগুলো বানান কীভাবে? কে বানায়, আপনারা? আমি বলছি যারা বানায়, তারা বানায় কীভাবে। যা দিয়ে বানায়, এখন যদি বানানোর পর কেউ প্রশ্ন করেন, আমার কিছু বলার আছে? এমন অবস্থা হচ্ছে, কোনটা যে সত্যি, কোনটা মিথ্যা বলা খুব মুশকিল। আমাকে পাঠিয়ে বলে এটা কী সত্যি? আমি কীভাবে বলবো সত্যি কিনা।' যোগ করেন তিনি।
অথচ তিনি ২০২২ বিশ্বকাপের আগে বলেছিলেন, 'একটা জিনিস আপনাদের বলতে পারি, এখন যা করছি, তা এই বিশ্বকাপের জন্য নয়। পরের বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে। এমন কোনো কোচ নেই, এমন কোনো বোর্ড নেই রাতারাতি একটা দলকে ভালো করে দেবে। এতোদিন যা হয়েছে, তো হয়েছে। এখন আমরা দীর্ঘমেয়াদী চিন্তা করছি। এখন আমরা টার্গেট করেছি পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ।'
'এটার জন্য কিছু পরীক্ষা-নিরীক্ষা হবে, ওঠা-নামা হবে। এসব পরের ব্যাপার। তবে আমরা তা মেনে নিতে তৈরি। ওটা যদি খারাপও হয়, আমরা হতাশ হবো না। আমরা চাই, ভালো করুক। তবে ৬-৭ মাস পরে যেন আমাদের একটা ভালো দল দাঁড়িয়ে যায়, অন্তত ১ বছরের মধ্যে ভালো ও শক্তিশালী দল যেন পাই, এটাই লক্ষ্য। সব সময় এটা আপনাদের বুঝতে হবে যে, আমাদের লক্ষ্য পরের বিশ্বকাপ, এবারেরটি নয়।'