শ্যারন স্টোনের স্মৃতিকথা, আসছে...
বর্ষিয়ান হলিউড তারকা ও মানবাধিকারকর্মী শ্যারন স্টোন তার জীবন ও ক্যারিয়ারের নানা গল্প নিয়ে স্মৃতিচারণমূলক বই লিখছেন।
আগামি বছরের মার্চে 'দ্য বিউটি অব লিভিং টোয়াইস' বইটি প্রকাশ করবে আমেরিকান প্রকাশনা সংস্থা আলফ্রেড এ. নফ। নফের প্রকাশক রিগ্যান আর্থার সম্প্রতি এই ঘোষণা দেন। হার্ডকভার, ই-বুক এবং শ্যারনের স্বকণ্ঠে পাঠের অডিওবুক- এই তিন ফরম্যাটের প্রকাশ পাবে বইটি।
'দ্য বিউটি অব লিভিং টোয়াইস'-এ ৬২ বছর বয়সী শ্যারন তার পেনসিলভানিয়ায় শৈশবের দিনগুলো থেকে শুরু করে, হলিউডের তুখোড় ক্যারিয়ার ছুঁয়ে, মানবাধিকারকর্মী হিসেবে নিজেকে ন্যস্ত করার ব্যস্ত ও ঘটনাবহুল জীবনের নানা স্মৃতি তুলে ধরবেন।
উডি অ্যালেনের কমেডি-ড্রামা 'স্টারডাস্ট মেমোরিস' দিয়ে হলিউডে পা রাখা শ্যারন 'বেসিক ইন্সটিংক্ট', 'ক্যাসিনো', 'টোটাল রিকল', 'দ্য কুইক অ্যান্ড দ্য ডেড', 'লাস্ট ড্যান্স', 'ক্যাটওম্যান'সহ ব্যবসাসফল বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন।
এদিকে, মানবাধিকার কর্মী হিসেবে তিনি ইতোমধ্যেই নোবেল পিস সামিটের পিস সামিট অ্যাওয়ার্ড, হারভার্ড ফাউন্ডেশন হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড, হিউম্যান রাইটস ক্যাম্পেইন হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড এবং আইনস্টাইন স্পিরিট অব অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড লাভ করেছেন।
ম্যাসিভ স্ট্রোক করে তিনি যখন মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, সেই আতঙ্ক এবং তার জীবনে সেটির প্রভাবও তিনি এই বইয়ে প্রকাশ করবেন।
এদিকে, টুইটারে বইটির প্রচ্ছদ প্রকাশ করে শ্যারন লিখেছেন, 'সম্ভাবনাই আমাকে এই বই লেখার সামর্থ্য দিয়েছে: বেড়ে ওঠার সুযোগ এবং সেই বেড়ে ওঠা ভাগ করে নেওয়ার জন্য। ক্ষমার অযোগ্যকে ক্ষমা করে দিতে শিখেছি আমি। আপনিও যেন তা করতে শেখেন, সেই আশা নিয়ে আমার জীবনযাত্রা আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই।'
নফের জ্যৈষ্ঠ সম্পাদক টিম ও'কর্নেল বলেন, 'আমার পড়া সবচেয়ে দুঃসাহসী স্মৃতিকথাগুলোর একটি এটি। শক্তি ও সহনশীলতার জয়গান, বেদনাবোধের বর্ণনা আর জীবনসংগ্রামের আহ্বান জানাবে এই বই।'
- সূত্র: হলিউড রিপোর্টার