কোটা আন্দোলন: ছাত্রলীগের হামলায় আহত শতাধিক ঢাকা মেডিক্যালে
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, মারধর ও উভয়পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত অন্তত ৯১ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আজ সোমবার বিকেল সোয়া ৩টার দিকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে বিকেল ৫টা পর্যন্ত হাসপাতালটিতে ৯১ জনের চিকিৎসা নেওয়ার কথা জানা গেছে।
বিকেল সোয়া ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এরপর ক্যাম্পাসের কয়েকটি জায়গায় আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এতে শতাধিক শিক্ষার্থীরা আহত হন।
আহতদের প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।
দুপক্ষের সংঘর্ষে ছাত্রলীগেরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ জানান, ছাত্রলীগের হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন। এর বাইরে অন্যান্য হাসপাতালেও আহত অনেকেই চিকিৎসা নিয়েছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ছাড়াও বারডেম হাসপাতালেও আহত শিক্ষার্থীর চিকিৎসা নেওয়ার খবর পাওয়া গেছে।