নেপালে বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ১৮
নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় একটি বিমান বিধ্বস্ত ও আগুনে পুড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আজ বুধবার (১৮ জুলাই) স্থানীয় সময় বেলা ১১টা ১৫ মিনিটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।
দুর্ঘটনায় একমাত্র প্রাণে বেঁচে গেছেন বিমানের পাইলট। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সৌর্য এয়ারলাইন্সের পরীক্ষামূলক ফ্লাইটটিতে ১৯ জন আরোহী ছিলেন বলে জানা গেছে— যার মধ্যে এয়ারলাইনের টেকনিক্যাল কর্মী এবং দুইজন ক্রু সদস্য ছিলেন।
বিমানটি জনপ্রিয় পর্যটনস্থান পোখারার উদ্দেশ্যে রওনা হয়েছিল।
অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, বিমানটিতে আগুন লেগে যায় এবং কালো ধোঁয়া বের হতে থাকে।
নেপালি পুলিশের মুখপাত্র ড্যান বাহাদুর কারকি বিবিসি নেপালিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, বিমান থেকে 'ক্র্যাকিং আওয়াজ শোনা যাচ্ছিল'।
নেপালে এ ধরনের বিমান দুর্ঘটনা নতুন নয়। এর আগেও বেশ কয়েকটি বিমান দুর্ঘটনার সাক্ষী হয়েছে দেশটি। ২০২৩ সালের জানুয়ারিতে ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে; এতে অন্তত ৭২ জনের মৃত্যু হয়। জানা যায়, ভুলবশত পাইলটরা পাওয়ার লাইন কেটে দেওয়ায় ওই দুর্ঘটনা ঘটেছিল।
কোম্পানির ওয়েবসাইট অনুসারে, নেপালের অভ্যন্তরে মোট পাঁচটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে সৌর্য এয়ারলাইন্স।