ইউনূসকে শুভকামনা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছেন নরেদ্র মোদি। আজ (বৃহস্পতিবার) রাতে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী।
টুইটবার্তায় নরেন্দ্র মোদি বলেন, "নতুন দায়িত্ব নেওয়া অধ্যাপক মুহাম্মদ ইউনূসের জন্য শুভকামনা। আশা করি, খুব তাড়াতাড়ি স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত হবে।"
মোদি আরও বলেন, "দুই দেশের জনগণের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের যে অভিন্ন আকাঙ্ক্ষা, তা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ রয়েছে ভারত।"
সরকারের বাকি ১৬ উপদেষ্টা হলেন সালেহ উদ্দিন আহমেদ; ড. আসিফ নজরুল, অধ্যাপক, আইন, ঢাকা বিশ্ববিদ্যালয়; আদিলুর রহমান খান; হাসান আরিফ; তৌহিদ হোসেন; সৈয়দা রিজওয়ানা হাসান; মো. নাহিদ ইসলাম, সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন; আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন; ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন; সুপ্রদীপ চাকমা; ফরিদা আখতার, মানবাধিকার কর্মী; বিধান রঞ্জন রায়; আ. ফ. ম. খালিদ হাসান; নূরজাহান বেগম; শারমিন মুরশিদ ও ফারুকী আযম।