প্রত্যেক ঘরে ঘরে এখন আবু সাঈদ: প্রধান উপদেষ্টা ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের বাড়িতে গিয়েছেন এবং তার বাবা-মার সাথে দেখা করেছেন।
রংপুরের পীরগঞ্জ উপজেলায় আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি।
ড. ইউনূসের সঙ্গে উপদেষ্টা পরিষদে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রয়েছেন।
শনিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের পীরগঞ্জে মেরিন একাডেমিতে পৌঁছানোর পর তিনি সেখান থেকে গাড়িবহরে করে জাফরপাড়ায় আসেন। সকাল ১১টার পর তিনি আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরবর্তীতে তিনি আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এই সময় অধ্যাপক ইউনূস বলেন, "প্রত্যেক ঘরে এখন আবু সাঈদ। বাংলাদেশে যত পরিবার আছে এবং বাংলাদেশের জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান সে। হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক কিংবা বৌদ্ধ পরিবার হোক; সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন, কোথাও কোনো গোলযোগ যেন না হয়। কারণ আমরা এই মাটিরই সন্তান। সবাই আবু সাঈদ। কাজেই সন্তানদের রক্ষা করা এখন জাতি ধর্ম নির্বিশেষে আমাদের কর্তব্য।"
এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গিয়ে সেখানে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে ড. ইউনূসের।
গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-সংলগ্ন পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তার পরদিন ১৭ জুলাই তাকে নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ ছিলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক।
আবু সাঈদের মৃত্যু আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভের জন্ম দেয় এবং আন্দোলন আরও তীব্র হয়। যার ফলে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) ঢাকায় আসার পর প্রথম ভাষণে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে স্মরণ করে বলেছিলেন, আবু সাঈদ চিরদিন বাংলাদেশের সবার হৃদয়ে থাকবেন।
বিমানবন্দরে গণমাধ্যমের সাথে কথা বলার সময় আবেগঘন কণ্ঠে ড. ইউনূস বলেছিলেন, "...আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে রয়েছে। কেউ এটি ভুলতে পারবে না। অবিশ্বাস্যভাবে সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে ছিল।"