অসুস্থতার কারণে পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী
অসুস্থতার কারণে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন জাপানের ইতিহাসের সবচেয়ে বেশিদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি নিজেই। খবর রয়টার্সের।
সংবাদ সম্মেলনে ৬৫ বছর বয়সী অ্যাবে বলেন, "জনগণ আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে তা যথাযথভাবে পালনের পর্যাপ্ত মনোবল না থাকায় আমি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"
তিনি জানান, তার আলসারেটিভ কোলাইটিস রয়েছে এবং নতুন ওষুধ ব্যবহার করে তার চিকিৎসা চালিয়ে যেতে হবে।
শিনজো অ্যাবে বহু বছর থেকে আলসারেটিভ কোলাইটিস রোগে ভুগছেন। তবে সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, ''আমি অনেক ভেবে দেখলাম, আমার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন চালিয়ে যাওয়া উচিত হবে না। মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই, এছাড়া করোনাভাইরাস মহামারীর চলছে এবং ভাইরাসের বিরুদ্ধে আমাদের নেওয়া কৌশলও এখনো বাস্তবায়ন হয়নি; এমন সময়ে পদত্যাগের জন্য আমি জাপানের জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।"
তিনি আরও বলেন, "রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো ফলাফল তৈরি করতে পারা। সাত বছর এবং আট মাস আমি এই ফল পেতে আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি কিন্তু এখন আমি আমার অসুস্থতার কারণে তা করতে পারছি না। আমার চিকিৎসা সেবা নেওয়া প্রয়োজন।"