১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল
লাতিন ফুটবলের সবচেয়ে বড় নাম ব্রাজিল ও আর্জেন্টিনা। দল দুটির সাফল্য-ব্যর্থতার ওপর নির্ভর করে এই অঞ্চলের ফুটবল আবহ। বড় পরিসরে ফুটবল ইতিহাসেরই বড় অন্যতম সেরা এবং জনপ্রিয় দল দুটি। কয়েক ঘণ্টার ব্যবধানে তাদের ঠিকানা হলো একই বিন্দুতে। কলম্বিয়ার মাঠে হেরে গেল আর্জেন্টিনা, কঠিন সময়ে থাকা ব্রাজিল হার মানলো প্যারাগুয়ের বিপক্ষে।
বিশ্বকাপ বাছাইপর্বে মঙ্গলবার রাতে কলম্বিয়ার মাঠে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা, ১২ ম্যাচ পর হারের স্বাদ নিতে হলো লিওনেল স্কালোনির দলকে। ব্রাজিলও ম্যাচটি খেলে প্রতিপক্ষের মাঠে। বিবর্ণ ফুটবলে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে হেরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বাছাই পর্বে সর্বশেষ পাঁচ ম্যাচে এটা চতুর্থ হার সেলেসাওদের।
ঘরের মাঠে কলম্বিয়াকে এগিয়ে নেন ইয়ের্সন মসকেরা। দ্বিতীয়ার্ধে জালের ঠিকানা খুঁজে নিয়ে আর্জেন্টিনাকে সমতায় ফেরান নিকোলাস গঞ্জালেস। পরে পেনাল্টি থেকে গোল করে কলম্বিয়ার জয় নিশ্চিত করেন হামেস রদ্রিগেজ। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে দলের হয়ে একমাত্র গোলটি করেন প্যারাগুয়ের মিডফিল্ডার দিয়েগো গোমেজ।
গত জুনে ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতা আর্জেন্টিনা এই ম্যাচে ছন্দময় ফুটবল খেরতে পারেনি। যদিও বল দখল, প্রতিপক্ষের গোলপোস্টে শট নেওয়ায় তারাই এগিয়ে ছিল। ম্যাচে ৫৩ শতাংশ সময় বল পায়ে রাখে লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনার। দলটির নেওয়া ১৩টি শেটের কেবল একটি ছিল লক্ষ্যে। কলম্বিয়ার নেওয়া ৯ শটের ৫টিই ছিল লক্ষ্যে।
প্যারাগুয়ের মাঠে সবকিছুতেই এগিয়ে ছিল ব্রাজিল। কিন্তু ধারহীন আক্রমণে মেলেনি সাফল্য। ৭১ শতাংশ সময় বল পায়ে রাখা ব্রাজিল গোলমুখে ৯টি শট নেয়, ৩টি ছিল লক্ষ্যে। বল দখলের লড়াইয়ে অনেক পিছিয়ে থাকলেও আক্রমণ সাজানোয় ছাড় দেয়নি ব্রাজিল। দারুণ জয় তুলে নেয়া দলটি গোলমুখে ৭টি শট নেয়। লক্ষ্যে থাকা দুটি শটের একটি খুঁজে নেয় জালের ঠিকানা।
এই হারে থামলো আর্জেন্টিনার জয়রথ। কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ১২ ম্যাচে অপরাজেয় (১১ জয়, এক ড্র) ছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সর্বশেষ গত বছরের নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে হেরেছিল তারা। অন্যদিকে সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হারা ব্রাজিলের দুঃসময় যেন যাচ্ছেই না। সিবিএস স্পোর্টস নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, ২০০৩ থেকে ২০২২ সাল পর্যন্ত লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ৭১ ম্যাচে মাত্র ৫টিতে ব্রাজিল। এবার ৮ ম্যাচেই ৪টিতে হেরেছে তারা।