উদ্যোক্তা অর্থনীতিতে মাস্টার্স ভর্তি কার্যক্রম শুরু
উদ্যোক্তা তৈরি এবং উদ্যোক্তা বিষয়ে হাতে কলমে জ্ঞানার্জনের সুযোগ সৃষ্টি করেছে ঢাকা স্কুল অব ইকোনোমিক্স (ডিএসসিই)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত এই প্রতিষ্ঠানে উদ্যোক্তা অর্থনীতিতে তৃতীয় ব্যাচের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। মাস্টার অব ইকোনমিক্স (এন্টারপ্রেনিউরশিপ ইকনোমিক্স) বিষয়ে দেড় বছর মেয়াদী ওই কোর্সের ভর্তির জন্য ফরম বিতরণ শুরু হয়েছে ২৫ আগস্ট থেকে। ফরম সংগ্রহ করা যাবে ৯ অক্টোবর পর্যন্ত।
ঢাকা স্কুল অব ইকনোমিক্স সূত্র জানায়, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স পাস করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। মগবাজারের ইস্কাটন গার্ডেন রোডে বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যালয়ে ডিএসসিই ক্যাম্পাস থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রীদের ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর।
প্রসঙ্গত, দেশের প্রায় ৭৮ লাখ এসএমই (ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা) প্রতিষ্ঠানকে অর্থ, প্রযুক্তি ও বাজার সুবিধা দিতে ‘এসএমই নীতিমালা ২০১৯’ এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার (৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভায় এ নীতিমালার খসড়া অনুমোদন দেয়া হয়।
নতুন নীতিমালায় মূলত ৬টি বিষয়কে সামনে রাখা হয়েছে। এই ৬টি বিষয়ের প্রতিই মূলত ফোকাস করা হবে। যেগুলো হচ্ছে-
১. যারা এর বিনিয়োগকারী হবেন তাদের অর্থ প্রাপ্তির সুযোগটি সামনে রাখা,
২. প্রযুক্তি ও উদ্ভাবনের সুযোগ,
৩. বাজারে প্রবেশের সুযোগ,
৪. শিক্ষা এবং প্রশিক্ষণের সুযোগ,
৫. ব্যবসায়ে সহায়তা প্রদান (এক্সেস টু বিজনেস সাপোর্ট সার্ভিসেস),
৬. তথ্য প্রাপ্তির সুযোগ (এক্সেস টু ইনফরমেশন)