কিউএস এশিয়া র্যাংকিং: বাংলাদেশে শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ও বুয়েট
প্রকাশিত হয়েছে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংস: এশিয়া ২০২৫। এতে এশিয়ার শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থান তুলে ধরা হয়েছে।
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংস: এশিয়া ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
দেশের এ তিনটি প্রতিষ্ঠান এশিয়ার শীর্ষ ২০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ১১২তম, নর্থ সাউথ ইউনিভার্সিটি ১৫৫তম ও বুয়েট ১৫৮তম অবস্থানে রয়েছে।
এ বছরের কিউএস এশিয়া র্যাংকিংয়ে বাংলাদেশ থেকে মোট ২৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ২৫৩তম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২৮০তম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২৯২তম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ৩২০তম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩৪২তম এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩৫৭তম স্থানে রয়েছে।
এই র্যাংকিংয়ে কয়েকটি মূল সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলো মূল্যায়ন করা হয়েছে, যার মধ্যে রয়েছে একাডেমিক সুনাম, গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, প্রতি গবেষণাপত্রে উদ্ধৃতির হার এবং আন্তর্জাতিক সম্পৃক্ততা।
গতবারের মতো এ বছরও এশিয়ার শীর্ষ উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানের স্থান ধরে রেখেছে পিকিং ইউনিভার্সিটি। এশিয়ার শেষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে হংকং ইউনিভার্সিটি ও তৃতীয় অবস্থানে আছে ন্যাশনাল ইউনিভার্সিটি অভ সিঙ্গাপুর।
এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ ও ৭ম অবস্থানে আছে যথাক্রমে নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, সিঙ্গাপুর; চীনের ফুদান ইউনিভার্সিটি; হংকংয়ের দ্য চাইনিজ ইউনিভার্সিটি অভ হংকং ও চীনের শিংহুয়া ইউনিভার্সিটি। ৮ম, ৯ম ও ১০ম অবস্থানে আছে যথাক্রমে চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি, দক্ষিণ কোরিয়ার ইয়োনসেই ইউনিভার্সিটি ও হংকংয়ের সিটি ইউনিভার্সিটি অভ হংকং।